শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
রাবির বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিবাদ জানানো হয়। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এই প্রতিবাদ জানানো হয়।

কর্মসূচিতে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন‌ বলেন, 'যুগে যুগে বিভিন্ন অধিকার দাবিতে শিক্ষার্থীরাই সর্বপ্রথম এগিয়ে এসেছে। সেই শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে হামলার সাহস পায়। কেন রক্তাক্ত হবে সিলেটের পুণ্যভূমি। কেন বার বার হামলার শিকার হবেন সাধারণ শিক্ষার্থীরা।'

তিনি আরও বলেন, 'আমরা এই মানববন্ধনের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাই এবং শাবিপ্রবি প্রশাসন ও রাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।'

রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, 'এ ঘটনায় অবশ্যই প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে এবং যারা হামলার সঙ্গে যুক্ত, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া আমরা শাবিপ্রবির অধিকার আদায়ের আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছি।'

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকে শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ ৩ দফা দাবিতে চলমান আন্দোলনে গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গতকাল রাত থেকে উপাচার্য বিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

2h ago