
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ২৮ শিক্ষার্থীর আমরণ অনশন বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক ও প্রথিতযশা লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে শেষ হচ্ছে।
আজ বুধবার ভোররাত ৪টায় বিশ্ববিদ্যালয়ে আসেন মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক অধ্যাপক ড. ইয়াসমিন হক। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে তখনই দেখা করেন তারা। শিক্ষার্থীদের কাছ থেকে পুরো ঘটনা শুনেন তারা।

সেসময় অনশনরত শিক্ষার্থীদের ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, 'জীবন অনেক মূল্যবান, তুচ্ছ কারণে জীবন অপচয় করো না। (গতকাল) উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে আমার বাসায়। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদের দাবি পূরণ হবে। তাই দেরি না করে আমরা চলে এসেছি। তোমাদের অনশন না ভাঙিয়ে যাব না।'
তিনি আরও বলেন, 'তোমাদের দাবি পূরণ হবে। তোমাদের উসিলায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে।'
এরপর অনশনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি বলেন, 'আমাদের মধ্যে যাদের অবস্থা সংকটাপন্ন, তাদের কথা বিবেচনায় অনশন ভাঙতে স্যার (ড. জাফর ইকবাল) অনুরোধ করেছেন। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্যারের ওপর বিশ্বাস রেখে আমরা অনশন ভেঙে ফেলবো।'
Comments