ডাকসু নির্বাচন দিতে সাবেক ভিপি নুরের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর৷
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর৷

আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ২ বছরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি৷

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত ওই শিক্ষক-ছাত্র সমাবেশে নুরুল হক নুর বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আবেদন জানাই, বিশ্ববিদ্যালয়টাকে আবর্জনার ভাগাড়ে পরিণত করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে, কর্মচারি সমিতির নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচনের মেয়াদ শেষ হলেও আপনারা নির্বাচন দেননি। এখন আমরা মহামারি অতিক্রম করেছি, ছাত্ররা ক্যাম্পাসে ফিরেছে, দয়া করে ছাত্রদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না, মানুষকে অন্ধকার ছাত্র রাজনীতির দিকে ঠেলে দেবেন না। ডাকসুর নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারার ছাত্র রাজনীতিকে বিকশিত হতে সহযোগিতা করুন।'

তিনি আরও বলেন, '২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। অনেকে বলতে পারেন কী লাভ হয়েছে এই নির্বাচন দিয়ে। দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ, রীতিনীতি ও প্রশাসনের সঙ্গে কাজ করার মতো নেতৃত্ব তৈরির একটি পথ তৈরি হয়েছে। এটিকে আমি বড় অর্জন বলে মনে করছি। সবচেয়ে বড় কথা বাংলাদেশ দীর্ঘদিন যে একদলীয় শাসন চলে আসছিল তার মধ্যে একটি পরিস্কার অক্সিজেন নেওয়ার ব্যবস্থা হয়েছিল এই ডাকসু নির্বাচনের মাধ্যমে। শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদী চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলার একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। এক সময়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠন দীর্ঘ ১০ বছর ক্যাম্পাসে আসতে পারেনি তারা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে আসার সুযোগ পেয়েছে।'

ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, 'ছাত্রলীগ ও আমরা মিলেমিশে কাজ করেছি যতটুকু পেরেছি। শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কাজ হয়েছে। দোষ আমারও আছে,আমি পারি নাই তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে।'

আজকের আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

4h ago