‘টিকটকার ঠেকাতে’ রাবি ক্যাম্পাসে ঈদে অকারণ ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৯ দিনের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের অকারণ ঘোরাফেরা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাবি
ফাইল ছবি

আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৯ দিনের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের অকারণ ঘোরাফেরা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'পবিত্র শব-ই-কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অফিসগুলো ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধকালীন ক্যাম্পাসে বহিরাগতদের অযথা ঘোরাফেরা ও অবস্থান না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আশা করছে।'

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক পাণ্ডে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মূলত টিকটকাররা যেন ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।'

'সম্প্রতি আমাদের কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। টিকটকারদের বেশিরভাগই নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। তারা ভিডিও ধারণের নামে বিভিন্ন কিছু করে থাকে। এর আগে আমরা ক্ষুব্ধ জনতার হাত থেকে কয়েকজন টিকটকারকে উদ্ধার করেছি। কিন্তু ছুটির সময় নিরাপত্তা ব্যবস্থা শিথিল হলে কী হবে?' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

26m ago