জাবির সাবেক উপউপাচার্য আফসার আহমেদ মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য ও নাট্যকার অধ্যাপক আফসার আহমেদ মারা গেছেন। আজ শনিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
afsar_ahmed_9oct21.jpg
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য ও নাট্যকার অধ্যাপক আফসার আহমেদ মারা গেছেন। আজ শনিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক মুহিবুর রৌফ শৈবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'অধ্যাপক আফসার আহমেদ আকাশ পথে খুলনা থেকে ফিরছিলেন। হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

Comments

The Daily Star  | English
Default loans

High bad loans a 'big threat' to financial sector: BB

The central bank said in quarterly review on money and exchange rate

1h ago