চবিতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন 'বিজয়ের' নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজয়ের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
প্রক্টর ও পুলিশ বিষয়টি মীমাংসার করে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন 'বিজয়ের' নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজয়ের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, রোববার দুপুরে ছাত্রলীগের এক কর্মীর মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের ২ ছোটভাই মোটরসাইকেলে আসার সময় একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে। ওই রিকশাচালকের সঙ্গে সে সময় তাদের বাকবিতণ্ডা হয় এবং তাদের মারধর করা হয়।'

'তারা পরে হলে এসে ঘটনাটি জানালে আরও কয়েকজন শিক্ষার্থী বিষয়টি মীমাংসার জন্য দুই নম্বর গেট এলাকায় যান। সেখানে গেলে তাদের ওপর স্থানীয়রা হামলা করে। হামলায় প্রায় ৫ জন শিক্ষার্থী আহত হন,' বলেন তিনি।

ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াস আরও বলেন, 'তারা ধারাল অস্ত্র নিয়ে আমাদের ছাত্রদের হুমকি দেয়। পরবর্তীতে আমরা বিষয়টি পুলিশ ও প্রক্টরকে জানাই। তারা বিষয়টি মীমাংসা করেন।'

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'খুবই ছোট বিষয় নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় কেউ আহত হয়েছেন কি না, আমরা জানি না।'

'আগামীকাল স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ এ বিষয়ে আলোচনা করবে,' বলেন তিনি।

Comments