ক্যাম্পাস খোলার দাবিতে জাবিতে মশাল মিছিল

চলতি মাসের মধ্যে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
ju_rally_23sep21.jpg

চলতি মাসের মধ্যে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ও জাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, 'উপাচার্য কখনো বলছেন ১৫ অক্টোবরের পরে হল খুলে দেওয়া হবে, আবার কখনো বলছেন শিক্ষার্থীদের ১৫ দিন ধৈর্য ধরতে। শুধু এ কথা বলতে চাই, ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। হল না খোলা হলে ১ অক্টোবরে তালা ভেঙে হলে উঠবে শিক্ষার্থীরা।'

কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জাবি ছাত্রফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান বলেন, 'আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট— ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া। এরপর আর একদিনও বিশ্ববিদ্যালয়ের হলের বাইরে থাকতে চাই না।'

ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে, যে পরিমাণ শিক্ষার্থী টিকার বাইরে আছে তাদের টিকা দিতে এক দিনও লাগবে না। বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কোনো টালবাহানা শিক্ষার্থীরা মানবে না।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন দর্শন বিভাগের শিক্ষার্থী রিযাজুল ইসলাম রিহান এবং সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্য।

দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আজ সকালে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হকের সঙ্গে দেখা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Comments

The Daily Star  | English

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

7h ago