‘উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত অনশন চলবে’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
sust_student1.jpg
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন। ছবি: শেখ নাসির/স্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শাবিপ্রবির পাঁচ জন শিক্ষকের সঙ্গে ঢাকায় বৈঠক শেষে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান। এর পরই আন্দোলনকারীদের একজন মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, 'উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। প্রয়োজনে আমরা সবাই অনশনে বসব।'

তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'শিক্ষার্থীরা ৭৮ ঘণ্টা ধরে অনশনে এবং তাদের শারীরিক অবস্থা খুব খারাপ। এ অবস্থায় আমরা এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। শিক্ষামন্ত্রী একটি প্রতিনিধিদল পাঠাতে পারেন অথবা অনলাইনেও আলোচনা হতে পারে। উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে।'

শিক্ষামন্ত্রী আজ সন্ধ্যায় শাবিপ্রবির পাঁচ জন শিক্ষকের সঙ্গে মিন্টো রোডে তার বাসভবনে বৈঠক করেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক চলে। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। আমরা আলোচনায় বসতে রাজি আছি। কথা বলা যাবে না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

'ক্যাম্পাসে পুলিশি অ্যাকশনে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়েছেন। আবার শিক্ষার্থী বা বহিরাগতদের হাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। এর কোনোটিই গ্রহণযোগ্য নয়।'

ছবি: শেখ নাসির/ স্টার

তিনি বলেন, 'আমরা চাই তারা অনশন প্রত্যাহার করে আমাদের সঙ্গে আলোচনায় বসুক। অনশনরত অবস্থাতেও তারা আলোচনায় বসতে পারে।'

তবে, আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো রূপরেখার কথা বলেননি শিক্ষামন্ত্রী। পারিবারিক কারণে তিনি এই মুহূর্তে সিলেটে যেতে পারছেন না বলেও জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজন হলে তিনি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবেন।

শিক্ষার্থীদের প্রাথমিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন তারা অন্য দাবি তুলেছেন। শিক্ষার্থীদের আন্দোলনে অন্য কেউ ইন্ধন দিচ্ছে কি না খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শাবিপ্রবি গত চার বছর খুবই ভালোভাবে চলেছে। এ কারণে উপাচার্য মহোদয় (ফরিদ উদ্দিন) দ্বিতীয়বারের মতো দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

Comments

The Daily Star  | English

JnU student's suicide: Assistant proctor sent to jail after remand

Jagannath University (JnU) assistant proctor Din Islam was sent to jail today on completion of his remand in the case filed over instigating death by suicide of law student Fairuz Abantika

20m ago