
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশনের ঘোষণাও দিয়েছেন তারা।
আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের মুখপাত্র উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান।
শিক্ষার্থীদের মুখপাত্র আরও জানিয়েছেন, আজ মঙ্গলবার রাত ১০টায় পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ায় সারারাত ক্যাম্পাসে অবস্থান করে প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
Comments