শাবিপ্রবি

আন্দোলনরত শিক্ষার্থীদের ফোনে হুমকির অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন কিছু শিক্ষক ফোনে তাদেরকে হুমকি দিচ্ছেন।
ছবি: শেখ নাসির/স্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কিছু শিক্ষক ফোনে তাদেরকে হুমকি দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য এলে আন্দোলনরত শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোষাধ্যক্ষ বলেন, 'শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য সব বিভাগের শিক্ষকরাই ফোনে তাদের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে যদি বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষক তাদের এরকম কিছু বলে থাকেন, তাহলে শিক্ষার্থীরা আমাদের নির্দিষ্টভাবে জানালে আমরা ব্যবস্থা নেব।

এদিকে গত রোববার শিক্ষার্থীদের ওপর পুলিশী অ্যাকশন এবং পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সেদিনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কোনো মামলা করেনি। পুলিশ একটি মামলা দায়ের করেছে। আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার জন্য জানিয়েছি। তারাও আশ্বস্ত করেছেন যে এ মামলায় কোনো শিক্ষার্থীকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।'

পুলিশী অ্যাকশনের আদেশ কে দিয়েছিলেন, এ প্রশ্নের জবাবে কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, 'সেদিন উপাচার্য, আমি, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রক্টর যে কেউ আদেশ দিতে পারতেন। তাই আমি আদেশ দেইনি বললেও সেটা বিশ্বাসযোগ্য না। বিষয়টি তদন্তের মধ্য দিয়ে বের হবে।'

উল্লেখ্য, গত রোববার পুলিশী অ্যাকশন ও ছাত্রদের আন্দোলনের সার্বিক বিষয় নিয়ে তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদারকে প্রধান করে গত সোমবার ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

6h ago