‘অশালীন মন্তব্য’র অভিযোগে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের ‘অশালীন মন্তব্য’র প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
শিক্ষকদের মানববন্ধন। ছবি: শেখ নাসির/স্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের 'অশালীন মন্তব্য'র প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষক।

প্রতিবাদের কারণ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন তার বক্তব্যে বলেন, 'শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করছেন এবং নারী ও পুরুষ শিক্ষকদের বিরুদ্ধে নোংরা স্লোগান দিচ্ছেন, যা অত্যন্ত কুরুচিপূর্ণ। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।'

একই বিভাগের অধ্যাপক জসীম উদ্দিন বলেন, 'উপাচার্যের বিষয়ে যে আন্দোলন হচ্ছে সেখান শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন শিক্ষার্থীরা। এসব মন্তব্যের পর কোন মুখে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের সহযোগিতা করবো? শিক্ষার্থীদের সোশ্যালাইজেশনের এ বিষয়টি নিয়ে রাষ্ট্রকে ভাবতে হবে।'

ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রী শেখর রায় বলেন, 'আন্দোলনে কোনো পক্ষ থেকেই এমন কোনো বক্তব্য আসা উচিত না যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়, আমরা কষ্ট পাই। আর যেন এমন কুরুচিপূর্ণ বক্তব্য না আসে।'

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মানববন্ধনরত শিক্ষকদের কাছে জানতে চাইলে অধ্যাপক ড. লায়লা ও অধ্যাপক হিমাদ্রী জানান, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আনুষ্ঠানিক বক্তব্য দেবে।

মানববন্ধনের বিষয়ে জানতে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষকদের মানববন্ধনের বিষয়ে শুনেছি। কিন্তু আমাকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। এ কর্মসূচির সঙ্গে শিক্ষক সমিতির কোনো সম্পৃক্ততা নেই।'

গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সোমবার নিন্দা জানিয়ে বিবৃতি দিয় শিক্ষক সমিতি। পরদিন মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে সার্বিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেয় শিক্ষক সমিতি। তবে তাদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একদফা দাবি উপাচার্যের পদত্যাগে শিক্ষকদের সমর্থনের আহ্বান জানান শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা অশালীন মন্তব্য করেছে এবং নোংরা স্লোগান দিয়েছে— শিক্ষকদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের এক মুখপাত্র বলেন, 'আন্দোলনের মধ্য থেকে শিক্ষকদের বিরুদ্ধে কোনো অশালীন বা নোংরা মন্তব্য বা স্লোগান দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

3h ago