করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অবিলম্বে সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
Bangladesh high court
হাইকোর্ট ভবন। ছবি: ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অবিলম্বে সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আজ বুধবার মো. ইউনুস আলী আখন্দ নামের ওই আইনজীবী এই রিট আবেদনটি করেন।

এ ব্যাপারে ইউনুস আলী আখন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আগামীকাল বৃহস্পতিবার এই আবেদনের ওপর শুনানি করবেন।

রিট আবেদনে উল্লেখ করা বক্তব্যের  উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মহামারির মধ্যে ক্লাসে উপস্থিত হওয়ার কারণে শিক্ষার্থীসহ তাদের পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা দরকার।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago