শিক্ষা

সময় বেড়েছে এইচএসসির ফরম পূরণের, শুরু আগামীকাল

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
dhaka_board.jpg
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়িয়ে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে এসএমএস পাঠানোর সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সেই সঙ্গে ফি পরিশোদের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার ওই প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। শেষ হবে ৩০ ডিসেম্বর।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

1h ago