নারী উদ্যোক্তাদের উন্নয়নে সফট স্কিল ট্রেইনিং দিচ্ছে ‘উই’

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এর আয়োজনে সফট স্কিল উন্নয়নে চলছে বছরব্যাপী প্রশিক্ষণ। 
ছবি: সংগৃহীত

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এর আয়োজনে সফট স্কিল উন্নয়নে চলছে বছরব্যাপী প্রশিক্ষণ। 

আজ শনিবার রাজধানীর গুলশানের 'ভারত ভবন'-এ 'অল অ্যাবাউট সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসইও' শীর্ষক প্রশিক্ষণের চতুর্থ সেশন অনুষ্ঠিত হয়। 

ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় দূতাবাস উই'কে এই প্রশিক্ষণ দেয়। 

যার মাধ্যমে উই-এর উদ্যোক্তারা তাদের সফট স্কিল এবং সেই সঙ্গে তাদের উদ্যোগকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করতে পারেন।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, উই-এর যারা নিয়মিত উদ্যোক্তা তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়। আয়োজনটির সার্বিক সহযোগিতায় কাজ করছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস এবং বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন। তত্ত্বাবধানে ছিলেন সিল্কক গ্লোবাল-এর সিইও এবং উই-এর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।

উই-এর উপদেষ্টা সৌম্য বসু বলেন, 'দেশের নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নের জন্য, তাদের আরও সামনের দিকে অগ্রসর করার লক্ষ্যে এই প্রোগ্রামটির প্রয়োজন করা হয়। আমরা অদূর ভবিষ্যতে উই-এর উদ্যোক্তাদের জন্য আরও বেশি কাজে লাগতে পারে এমন কিছু নিয়ে আসার পরিকল্পনা করছি।'

উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, 'আমরা আমাদের দেশের সব জেলার প্রান্তিক নারীসহ সবার জন্য কাজ করছি। দেশে একটা নারীর স্বাবলম্বী হওয়ার সফল গল্প আমরা তৈরি করেছি, আমরা চাই আমাদের দেশের নারীরা স্বাবলম্বী হয়ে সামনে এগিয়ে যাক, দেশকে এগিয়ে নিক। সেই সঙ্গে পৃথিবীকে আমাদের উদ্যোক্তাদের সফলতার গল্প জানাতে চাই। আর এই লক্ষ্যে আমরা নানামুখী উদ্যোগ নিতে চাই, আমরা আমাদের উদ্যোক্তাদের ব্যবসায়ের নানা রকম সমস্যা, সম্ভাবনার কথা জানাতে চাই। এবার বছরব্যাপী ৮টি ক্লাসের আয়োজন করছি, যেটা শেষে আমাদের উদ্যোক্তাদের সার্টিফিকেটও দেওয়া হবে।'

 

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

1h ago