৭ এপ্রিল থেকে চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইট

নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনস আগামী ৭ এপ্রিল থেকে চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করবে।

নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনস আগামী ৭ এপ্রিল থেকে চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করবে।

হিমালয়া এয়ারলাইন্সের বিক্রয় এজেন্ট এসএয়ার এয়ার বিডি লিমিটেডের পরিচালক মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, এয়ারলাইনসটি প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে।

এই রুটে এটিই হবে প্রথম সরাসরি ফ্লাইট।

বর্তমানে নেপালের এয়ারলাইনসটি ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে।

মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, প্রাথমিকভাবে তারা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কথা বিবেচনা করে চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করছেন।

'তবে দীর্ঘমেয়াদে, আমরা নেপালি জনগণকে বাংলাদেশে বিশেষ করে কক্সবাজার যেখানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত সেখানে নিয়ে আসার লক্ষ্য রাখছি, বলেন তিনি।

মনিরুজ্জামান বলেন, নেপালে সমতল ভূমি খুব কম। আর দেশটিতে সমুদ্র নেই। এ কারণেই আমরা নেপালিদের কক্সবাজারে নিয়ে আসার লক্ষ্য নিয়েছি যেখানে তারা দীর্ঘতম সমুদ্র সৈকত উপভোগ করতে পারবে।

এছাড়া চট্টগ্রাম থেকে বেশ কিছু যাত্রীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে নেপাল যেতে হয়েছে। এখন তাদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি নেপালে যাওয়ার সুযোগ থাকবে।

আকাশপথে চট্টগ্রাম থেকে কাঠমান্ডু যেতে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগবে। ভাড়া পড়বে ২৮ হাজার থেকে ৩২ হাজার টাকার মধ্যে।

এয়ারলাইনটি এসএয়ার বিডিকে বিক্রয় এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago