চুলের যত্নে ঘরোয়া ২ প্যাক

চুলের সমস্যা নেই এমন মানুষ কমই দেখা যায়। চুলের রুক্ষতা কমাতে এবং উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন কিছু সহজ চুলের প্যাক।
ছবি: সংগৃহীত

চুলের সমস্যা নেই এমন মানুষ কমই দেখা যায়। চুলের রুক্ষতা কমাতে এবং উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন কিছু সহজ চুলের প্যাক।

১। রোদ আর বাইরের ধুলোবালি থেকে চুল বাঁচাতে আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী ডিমের কুসুম এর সঙ্গে এক চা চামচ করে নারকেল তেল ও অলিভওয়েল মিশিয়ে নিন। চুল ছোট হলে একটি, লম্বা হলে দুটি ডিমের কুসুম ব্যবহার করুন।

মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ৩০--৪০ মিনিট। তারপর ভালোভাবে শ্যাম্পু করে ফেলুন।

২। একটি ডিম, এক টেবিল চামচ টকদই, দু ফোটা গ্লিসারিন, এক টেবিল চামচ লেবুর রস, এক চা চামচ মধু, এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

চুলের গোড়ায় এবং পুরো চুলে ভালোভাবে লাগিয়ে ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

সপ্তাহে এক বার চুলের এই দুটি প্যাক ব্যবহারে চুল হবে মসৃণ ও ঝলমলে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

2h ago