প্রথম দুই ম্যাচ খেলছেন না লিটন!

বিপিএলের প্রথম দুই ম্যাচ থেকে ছুটি আদায় করে নিয়েছেন লিটন। ২২ জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে ও ২৫ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দুটিতে তাই খেলবেন না টেস্টে সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান।
Litton Das
ছবি: বিসিবি

টানা খেলার ধকল থেকে নিজেকে ফুরফুরে রাখতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের শুরুর দিকে থাকছেন না লিটন দাস। প্রথম দুই ম্যাচে তারকা এই ব্যাটসম্যানকে পাবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

দলীয় সূত্রে জানা গেছে, বিপিএলের প্রথম দুই ম্যাচ থেকে ছুটি আদায় করে নিয়েছেন লিটন। ২২ জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে ও ২৫ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দুটিতে তাই খেলবেন না টেস্টে সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান।

প্রথম পর্বে ঢাকায় এই দুই ম্যাচ খেলার পর চট্টগ্রাম যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দলের সঙ্গে যোগ দেবেন কুমিল্লা পর্বে।  সব কিছু ঠিক থাকলে ৩১ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবেন প্লেয়ার্স ড্রাফট থেকে শুরুতেই দল পাওয়া লিটন।

বিপিএল শুরুর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটাররা সিরিজ শেষে ফেরার পর বাড়তি দু'একদিন ছুটি চাইলে তারা সে ব্যবস্থা করবেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেন লিটন। পাকিস্তান সিরিজ শেষ করার পর বাড়ি ফেরার সুযোগ হয়নি, ওইদিন রাতেই নিউজিল্যান্ড যায় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে ১০ দিনের কোয়ারেনন্টিন ও দুই টেস্ট মিলিয়ে মাস দেড়েকের সফর শেষে শনিবার বিকেলে দলের সঙ্গে দেশে ফেরেন লিটন।

এদিকে সোমবার অনুশীলনে কুমিল্লার কোচিং প্যানেলে দেখা যায় বাংলাদেশ দলের সাবেক কোচ স্টিভ রোডসকে। আগের সবগুলো আসরে তাদের প্রধান কোচের ভূমিকা দেখা গেছে মোহাম্মদ সালাউদ্দিনকে। সালাউদ্দিন এবারও আছেন দলের সঙ্গে। সালাউদ্দিনের পাশাপাশি রোডসের ভূমিকা কি হবে পরিস্কার করে জানায়নি দলটি।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:

সরাসরি: মোস্তাফিজুর রহমান, সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড)।

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি ও মেহেদী হাসান।

ড্রাফট থেকে বিদেশি: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশানে টমাস (ওয়েস্ট ইন্ডিজ)।

Comments

The Daily Star  | English

Explosions in Iran, US media reports Israeli strikes

Iran's state media reported explosions in central Isfahan Friday, as US media quoted officials saying Israel had carried out retaliatory strikes on its arch-rival

2h ago