হঠাৎ মাঠ ছাড়লেন ইংলিশ আম্পায়ার!

১৩৯ ওভার পর কেটেলব্রো বেরিয়ে গেলে মাসুদুর দায়িত্ব নেন টিভি আম্পায়ারের। নিয়ম অনুযায়ী একজন বিদেশি মাঠে থাকা বাধ্যতামূলক হওয়ায় উইলসন মাঠে প্রবেশ করেন ম্যাচ পরিচালনায়।
Umpair leaving
মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আম্পায়ার রিচার্ড কেটেলব্রো। ছবি: ফিরোজ আহমেদ

লাঞ্চের ছয় ওভার পর আচমকা ম্যাচে পড়ে বিরতি। মাঠের বিদেশি আম্পায়ার রিচার্ড কেটেলব্রোকে দেখা যায় কিছুটা অস্বস্তি অনুভব করে মাঠের বাইরে বেরিয়ে যেতে। খানিক অপেক্ষার পর তার জায়গা নেন জুয়েল উইলিসন।

করোনাভাইরাস মহামারির আগে টেস্ট ক্রিকেট পরিচালনায় মাঠের দুই আম্পায়ারই থাকতেন বিদেশি। করোনার কারণে একজন বিদেশি ও একজন স্থানীয় দিয়ে ম্যাচ পরিচালনার নতুন নিয়ম করে আইসিসি। এখনো চলছে সেই নিয়ম।

বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ কাভার করতে এসেছেন ইংল্যান্ডের কেটেলব্রো ও ওয়েস্ট ইন্ডিজের জুয়েল উইলসন। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডেরই ক্রিস ব্রড।

এই টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন উইলসন।  চতুর্থ আম্পায়ার হিসেবে ম্যাচে আছেন  বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। মাঠে কেটেলব্রোর সঙ্গে স্থানীয় আম্পায়ার হিসেবে দায়িত্বে শরিফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত।

১৩৯ ওভার পর কেটেলব্রো বেরিয়ে গেলে মাসুদুর দায়িত্ব নেন টিভি আম্পায়ারের। নিয়ম অনুযায়ী একজন বিদেশি মাঠে থাকা বাধ্যতামূলক হওয়ায় উইলসন মাঠে প্রবেশ করেন ম্যাচ পরিচালনায়।

১৪৪ ওভার পর আরেকটি পানি পানের বিরতি দিলে উইলসনও বেরিয়ে যান। পরে আবার ফিরে আসেন দ্রুত।  কেটেলব্রোর কি কারণে বেরিয়ে গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

Joel Wilson
জুয়েল উইলসন। ছবি: ফিরোজ আহমেদ

লাঞ্চের পরের কয়েক মিনিট বেশ ঘটনাবহুল। বিরতি থেকে ফিরেই প্রথম দুই বলে দুই উইকেট হারায় বাংলাদেশ। কাসুন রাজিতার অনেক বাইরের বল তারা করে ৮৮ রানে থেমে যান লিটন। হাতের মাংশপেশির টানে আগের দিন আহত অবসরে যাওয়া তামিম ইকবাল ফের নেমে প্রথম বলেই হন বোল্ড। টেস্টে ৫ হাজারের অপেক্ষা বাড়িয়ে ১৩৩ রানেই আটকে যান তিনি। সাকিব আল হাসান ক্রিজে এসেও আউট হতে পারতেন। ফরোয়ার্ট শর্ট লেগে তার ক্যাচ অনেকবার রিপ্লে দেখেও পরিস্কার হননি টিভি আম্পায়ার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে লিড নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪১৬। মুশফিকুর রহিম ৯০ ও সাকিব ২৪ রান নিয়ে খেলছেন।

Comments

The Daily Star  | English

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

56m ago