যেভাবে জেতার ছক কষছে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে সিডন্স বলেছেন, চতুর্থ দিনের পুরোটা সময় ব্যাট করতে চায় বাংলাদেশ।
ছবি: ফিরোজ আহমেদ

তিন দিন পেরিয়ে গেছে চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের। যেভাবে এগোচ্ছে দুই দলের লড়াই, তাতে ড্রকেই সম্ভাব্য ফল বলে মনে হচ্ছে। তবে টাইগারদের ভাবনা জুড়ে রয়েছে জয় তুলে নেওয়ার আকাঙ্ক্ষা। সেই লক্ষ্য পূরণ করতে ছক কষাও হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে এখনও ৭৯ রানে পিছিয়ে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। বিনা উইকেটে ৭৬ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা এদিন ৮৮ ওভারে যোগ করে ২৪২ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৩৪ বলে ৫৩ ও সাম্প্রতিক সময়ে ছন্দে থাকা লিটন দাস ১১৩ বলে ৫৪ রানে ক্রিজে আছেন। ২১৭ বলে ১৫ চারে ১৩৩ রান করে আহত অবসরে গেছেন ওপেনার তামিম ইকবাল। 

দিনের শেষে সংবাদ সম্মেলনে সিডন্স বলেছেন, চতুর্থ দিনের পুরোটা সময় ব্যাট করতে চায় বাংলাদেশ। এরপর জুতসই একটা লিড নিয়ে শেষদিনেই শ্রীলঙ্কাকে ফের অলআউট করার পরিকল্পনা রয়েছে তাদের, 'আমরা যদি কাল (বুধবার) পুরো দিন ব্যাট করতে পারি, তাহলে তাদের এক দিনের মধ্যে গুটিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হলে খুব ভালো হবে। যাই করি না কেন। যদি তারা কিছু বাজে বল করে, আমরা আক্রমণ করতে পারি। আমাদের আরও ৭০ রানের মতো লাগবে লিড নিতে। আমাদের আরও দারুণ কিছু ব্যাটারের নামা বাকি।'

ব্যাটিং সহায়ক উইকেটে একসময় বাংলাদেশের রান রেট ছিল চারের ওপর। পরে তা কমে দাঁড়িয়েছে তিনের একটু নিচে। উইকেট তুলে নেওয়া কঠিন হলেও লাইন-লেংথ ঠিক রেখে চাকা আটকে রাখার কাজটা ভালোভাবে করছেন লঙ্কান স্পিনাররা। তবে লিটনের পাশাপাশি সাকিব আল হাসান ও তামিমের উইকেট থাকায় দ্রুত রান তোলার সামর্থ্য আছে বাংলাদেশের। তারা শ্রীলঙ্কার বোলারদের বেকায়দায় ফেলতে পারবেন বলে মনে করছেন সিডন্স, 'লিটন দ্রুত রান করছে। আমরা জানি, সাকিব কি করতে পারে। তামিমও এখনও আছে। আমাদের কিছু  খেলোয়াড় আছে যারা শ্রীলঙ্কাকে চাপে ফেলতে পারবে।'

এই টেস্টে এখন পর্যন্ত পতন হয়েছে মাত্র ১৩ উইকেটের। বাকি দুই দিনে ২৭ উইকেট পড়ার সম্ভাবনা ক্ষীণ। তবে প্রথম ইনিংসে বাংলাদেশ বড় লিড নিতে পারলে ম্যাচের শেষ পর্যায়ে সফরকারীদের চেপে ধরার পরিস্থিতি তৈরি হবে। সিডন্সের চাওয়া, পিচ ভাঙতে শুরু করার আগে নিজেদের সংগ্রহ যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া, 'উইকেট এখনও খুব ভালো আছে। একটাও কোনো চিড় নেই। স্পিনারদের বল তেমন কোনো টার্ন পাচ্ছে না। আমি আশা করছি, আমরা স্কোরবোর্ডে আরও কিছু রান আনার পর উইকেট থেকে অনেক টার্ন মিলবে।'

Comments

The Daily Star  | English

Explosions in Iran, US media reports Israeli strikes

Iran's state media reported explosions in central Isfahan Friday, as US media quoted officials saying Israel had carried out retaliatory strikes on its arch-rival

2h ago