মুমিনুলের ‘সমস্যা’ দেখতে পেয়েছেন সিডন্স

মঙ্গলবার টেস্টের তৃতীয় দিন ছিল বাংলাদেশের জন্য আলো ঝলমলে। এমন দিনে ‘দাগ’ হয়ে থাকল মুমিনুল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং।
Mominul Haque
আউট হয়ে ফিরছেন মুমিনুল হক। ছবি: ফিরোজ আহমেদ

ব্যাট-প্যাডের মাঝে থাকছে ফাঁক। সামনের পায়ে খেলতে গিয়ে শক্ত ভিত রাখতে পারছেন না মুমিনুল হক। গত কয়েক ইনিংসেই এরকম ভুগতে দেখা গেছে তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আরও একটি ব্যর্থতার পর অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। জানিয়েছে, মুমিনুলের ঘাটতি ধরা পড়েছে তার চোখে। তা নিয়ে হচ্ছে কাজ।

মঙ্গলবার টেস্টের তৃতীয় দিন ছিল বাংলাদেশের জন্য আলো ঝলমলে। এমন দিনে 'দাগ' হয়ে থাকল মুমিনুল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং।

অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে শান্ত ফেরেন ২২ বলে ২ রান করে। ১৯ বলে ২ রান করে ভেতরে ঢোকা বলে বোল্ড হন মুমিনুল।

দুজনকেই ছাঁটেন পেসার কাসুন রাজিতা। গত ১৩ ইনিংসের মধ্যে ৯ বারই দুই অঙ্কের আগে আউট হন মুমিনুল। এদিন অ্যারাউন্ড দ্য উইকেটে এসে করা রাজিতার ভেতরে ঢোকা বল পড়তে পারেননি। তার ব্যাট-প্যাডের ফাঁক গলে বল গিয়ে ভেঙে দেয় স্টাম্প।  

দিনের খেলা শেষে কোচ সিডন্স জানালেন, মুমিনুলের এই সংকট উত্তরণের কাজ চলমান,  'আমিও কয়েকবার এটা (ব্যাট-প্যাডের গ্যাপ) দেখেছি। সে এটা নিয়ে কাজ করছে। এটা খুব ভাল বল ছিল, কিন্তু যেমন খেলা দরকার ছিল তা হয়নি। তার আরও কিছু কাজ করতে হবে। সে ফিরে আসবে, সে খুব ভালো খেলোয়াড়।'

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে বাকিরা যেখানে দারুণ খেলেছেন, সেখানে দৃষ্টিকটু আউটে হতাশ করেন মুমিনুল ও শান্ত। তিন ও চারের এই দুজনের ব্যর্থতাকে পুরো দলের সাফল্যের আলোর মাঝে ক্ষতির কারণ দেখছেন না বাংলাদেশ কোচ, 'আমার মনে হয় তারা সামলে উঠবে। এক দুই জনের উপর ব্যাটিং দল নির্ভর করে না। যদি দল ভাল করে তাহলে আপনি দু'একজনের খারাপ খেলার ভার বহন করতে পারেন। এটা নিয়ে তাই আমি উদ্বিগ্ন না। তারা বলগুলো ভাল মারছে। তাদের টেকনিক ভাল আছে।'

মুমিনুলের মতো অতো ব্যর্থ না হলেও শান্তর ব্যাটেও ধারাবাহিকতার ঘাটতি। তবে তাকে নিয়েও আশাবাদ ঝরল সিডন্সের কণ্ঠে,  'শান্ত খুব প্রতিভাবান খেলোয়াড়। গত দুই বছরে তাকে নিয়ে অনেক কথা হয়েছে। আমি মনে করি একটা পর্যায়ে গিয়ে সে ভাল করবে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের খেলাটা খেলতে পেরেছি। আশা করছি দ্বিতীয় ইনিংসে আমাদের জন্য ভাল কিছু করার তারা আরেকটি সুযোগ পাবে।'

Comments

The Daily Star  | English

Govt primary schools asked to suspend daily assemblies

The government has directed to suspend daily assemblies at all its primary schools across the country until further notice due to the ongoing heatwave

8m ago