মিশরকে হারিয়ে সেমি-ফাইনালে ব্রাজিল

স্বর্ণ ধরে রাখার লক্ষ্যে অলিম্পিকে এবারও বেশ শক্তিশালী দল পাঠিয়েছে ব্রাজিল। টোকিওতে দলটি খেলছেও দারুণ। আর্জেন্টিনাকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া মিশরকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাথিয়াস কুনহার একমাত্র গোলে জয় পায় তারা।

স্বর্ণ ধরে রাখার লক্ষ্যে অলিম্পিকে এবারও বেশ শক্তিশালী দল পাঠিয়েছে ব্রাজিল। টোকিওতে দলটি খেলছেও দারুণ। আর্জেন্টিনাকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া মিশরকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাথিয়াস কুনহার একমাত্র গোলে জয় পায় তারা।

জাপানের সাইতামা স্টেডিয়ামে শনিবার মিশর অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।

ম্যাচের শুরু থেকেই মাঝ মাঠের দখল রেখেই খেলতে থাকে ব্রাজিল। তবে গোল করার মতো প্রথম সুযোগটা পায় মিশরই। ১৩তম মিনিটে করিম আল ইরাকির শট ঠেকিয়ে ডিলে ফিরতি বলে দারুণ এক হেড নিয়েছিলেন আকরাম তৌফিক। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সে যাত্রা বেঁচে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আক্রমণের ধারা ধরে রেখে ২৯তম মিনিটে গোল আদায় করে নেয় ব্রাজিল। ডি-বক্সের সামনে থাকা কুনহাকে বাঁ প্রান্ত থেকে আড়াআড়ি পাস রিচার্লিসন। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত এক গড়ানো শটে বল জালে জড়ান কুনহা।

এগিয়ে গেলেও ব্যবধান বাড়াতে আক্রমণাত্মক ফুটবলই খেলতে থাকে ব্রাজিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমতায় ফিরতে মাঝমাঠের দখল নিয়ে বেশ কিছু আক্রমণ করে মিশরও। কিন্তু গোলের দেখা পায়নি। কুনহার একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় মিশরকে।  

সেমি-ফাইনালে মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দল ও দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে লড়বে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

1h ago