টোকিও অলিম্পিকস, দ্বিতীয় দিন: পদক জিতলেন যারা

টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনে আজ নিষ্পত্তি হবে ১০টি খেলা- আর্চারি, সাইক্লিং, ডাইভিং, ফেন্সিং, জুডো, শুটিং, স্কেটবোর্ডিং, সাঁতার, তায়কোয়ান্দো ও ভারোত্তোলনের মোট ১৮টি ডিসিপ্লিনের।

টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনে আজ নিষ্পত্তি হয় ১০টি খেলা- আর্চারি, সাইক্লিং, ডাইভিং, ফেন্সিং, জুডো, শুটিং, স্কেটবোর্ডিং, সাঁতার, তায়কোয়ান্দো ও ভারোত্তোলনের মোট ১৮টি ডিসিপ্লিনের।

দ্বিতীয় দিন শেষে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় সবার উপরে রয়েছে চীন। দ্বিতীয় স্থানে আছে স্বাগতিক জাপান। ৫টি স্বর্ণ ও ১টি রৌপ্য নিয়ে মোট ৬টি পদক তাদের। ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ নিয়ে মোট ১০টি পদক পেয়ে তৃতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তায়কোয়ান্দো

তায়কোয়ান্দোতে প্রথম স্বর্ণের মুখ দেখেছে উজবেকিস্তান। পুরুষদের -৬৮ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন দেশটির উলুগবেক রাশলতোভ। ফাইনালে ৩৪-২৯ পয়েন্টের ব্যবধানে গ্রেট ব্রিটেনের ব্রাডলি সিনডেনকে হারিয়েছেন তিনি। প্রতিযোগিতার প্রথম ৩ রাউন্ডে ১৮-১৪ পয়েন্টে এগিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়েছিলেন সিনডেন। দারুণ ট্রাঙ্ক কিকে পয়েন্ট ১৯-১৯ করেছিলেন। এমনকি ২৩-১৯ পয়েন্টে লিডও নিয়েছিলেন। পরে ট্রাঙ্ক কিকে ফের এগিয়ে যান রাশলতোভ। এ বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন চীনের ঝাও শুয়াই ও তুরস্কের হাঁকান রেকবার। 

ভারোত্তোলন

পুরুষদের ৬৭ কেজি ইভেন্টে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন চীনের চেন লিজুন। রৌপ্য পদক জিতেছেন রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কলম্বিয়ার লুইস মোস্কুইয়েরা। এ বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন ইতালির মিরকো জান্নি। এদিন শুরুতে ক্লিন অ্যান্ড জার্কে ১৮০ কেজি ভার নিয়ে মোট ৩৩১ কেজি উঠিয়ে নতুন অলিম্পিক গড়েছিলেন মোস্কুইয়েরা। পরে ক্লিন অ্যান্ড জার্কে ১৮৭ কেজি সহ মোট ৩৩২ কেজি তুলে সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন লিজুন। 

তায়কোয়ান্দো

নারীদের -৫৭ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আনাস্তাসিয়া জোলোটিক। ফাইনালে রাশিয়ান অলিম্পিক কমিটির তাতিয়ানা মিনিনকে হারিয়ে প্রথম হন এ মার্কিন তরুণী। ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে জয় পান তিনি। এ বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন চাইনিজ তাইপের লো চিয়া-লিং ও তুরস্কের হাতিস ইলগুন।

ফেন্সিং

পুরুষদের এপে এককে স্বর্ণ জিতেছেন ফ্রান্সের রোমাইন ক্যানোন। ফাইনালে হাঙ্গেরির গেরগেলি স্লক্লোসলকে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেন এ ফরাসি। ১৫-১০ পয়েন্টের ব্যবধানে জয় পান তিনি। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের পর এই প্রথম পুরুষদের এপে বিভাগে স্বর্ণ পান কোনো ফরাসি। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ইউক্রেনের ইগর রেলজলিন। 

ফেন্সিং

নারীদের ফয়েল এককে স্বর্ণ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লি কিয়েফার। এ বিভাগে তিনিই প্রথম কোনো মাঋন নারী যিনি স্বর্ণ পদক জিতলেন। ফাইনালে রাশিয়ান অলিম্পিক কমিটির ইন্না দের্লগ্লাজোভাকে ১৫-১৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন তিনি। ব্রোঞ্জ পদক পেয়েছেন রাশিয়ান অলিম্পিক কমিটির লারিসা কোরোবেয়নিকোভা।

জুডো

বোনের পর এবার ভাইও জিতে নিলেন স্বর্ণ পদক। নারীদের -৫২ কেজি ইভেন্টে এদিনই স্বর্ণ জিতেছিলেন আবে উতা। এবার তার ভাই আবে হিফুমি পুরুষদের -৬৬ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন। ফাইনালে তিনি হারিয়েছেন জর্জিয়ার ভেজহা মার্গভেলাসভিলিকে। একটি ওয়াজা-আরিই ম্যাচ জেতার জন্য যথেষ্ট হয়ে যায় হিফুমির। এ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ব্রাজিলের দানিয়েল কার্গনিন ও দক্ষিণ কোরিয়ার আন বাউল।

জুডো

নারীদের -৫২ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন জাপানের আবে উতা। ফাইনালে ফ্রান্সের আমান্দিন বুশার্ডকে হারান তিনি। স্বাভাবিক সময়ে কেউ কোনো পয়েন্ট তুলতে পারেননি। যদিও রক্ষণাত্মক ভঙ্গীর জন্য একটি শিডো দেখেছিলেন উতা। অতিরিক্ত ৩ মিনিটেও কেউ পয়েন্ট পায়নি। সময় শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে একটি পিন পেয়ে স্বর্ণ জয় করেন এ জাপানি। এ বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন ইতালির অদেত্তে জিউফিদ্রা ও গ্রেট ব্রিটেনের চেলসি জাইলস।  

ভারোত্তোলন

ভারোত্তোলনে পুরুষদের ৬১ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন চীনের লি ফাবিন। স্ন্যাচে ১৪১ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৭২ কেজি ভার তোলেন তিনি। মোট ৩১৩ কেজি তুলে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন এ চাইনিজ ভারোত্তোলক। তারচেয়ে ১১ কেজ কম ভার তুলে রৌপ্য পদক পেয়েছেন ইন্দোনেশিয়ার ইকো ইয়লি ইরাওয়ান। এ বিভাগে তৃতীয় হয়েছেন কাজাখস্তানের ইগর সন।

সাইক্লিং

অস্ট্রিয়ার প্রথম স্বর্ণ এনে দিয়েছেন আন্না কিসেনহোফার। ৩ ঘণ্টা ৫২ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে ১৩৭ কিলোমিটার পারি দিয়ে এ পদক জয় লাভ করেন এ অস্ট্রিয়ান। তার চেয়ে ১ মিনিট ১৫ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নেদারল্যান্ডসের সাইক্লিস্ট আন্নেমেইক ভ্যান ভ্লুটেন। এ বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন ইতালির এলিসা লোঙ্গো বোরঘিনি। 

আর্চারি

আর্চারিতে নারীদের টিম ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। আগের দিন রেকর্ড বই উলটপালট করা আন সানের সঙ্গে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ক্যান চি ইয়ং ও জ্যাং মিনহে। ফাইনালে তারা রাশিয়ান অলিম্পিক কমিটিকে ৬-০ সেটে হারান। এ বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে জার্মানি।

শুটিং

মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে দ্বিতীয় স্বর্ণ এনে দিয়েছেন উইলিয়াম শেনার। শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম হয়েছেন এ শুটার। ২৫.৬ পয়েন্ট নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন ২০ বছর বয়সী এ মার্কিন তারকা। এ বিভাগে রৌপ্য পেয়েছেন চীনের শেং লেহাও। ব্রোঞ্জ পেয়েছেন চীনেরই ইয়াং হাওরান।

ডাইভিং

ডাইভিংয়ের প্রথম স্বর্ণ জিতে নিয়েছে চীন। নারীদের সিঙ্ক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে প্রথম হয়েছেন শি থিংমাও ও ওয়াং হান। ৩২৬.৪০ পয়েন্ট পেয়ে স্বর্ণ জয় করে এ জুটি। এ বিভাগে দ্বিতীয় হয়ে রৌপ্য পেয়েছেন কানাডার জেনিফার আবেল ও মেলিসা কিত্রিনি-বিউলিউ। জার্মানির লিনা হান্টস্কেল ও টিনা পানজেল জিতেছেন ব্রোঞ্জ।

শুটিং

ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়ায় চলতি বছর নেই কোনো রাশিয়ান দল। তবে দেশটি অ্যাথলেটরা রাশিয়ান অলিম্পিক কমিটি নামে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন। আর সে দলটির হয়ে প্রথম স্বর্ণ পদক পেয়েছেন ভিতালিনা বাতসারাস্কিনা। শুটিংয়ে নারীদের ১০ মিটার পিস্তলে ২৪০.৩ পয়েন্ট পেয়ে স্বর্ণ জিতেছেন এ শুটার। এ বিভাগে রৌপ্য জিতেছেন বেলারুশের আন্তোয়ানেতা কস্তাদিনোভা। আর ব্রোঞ্জ পদক মিলেছে চীনের জিয়াং রানজিনের।

স্কেটবোর্ডিং

স্কেটবোর্ডিংয়ে প্রথম স্বর্ণ পেয়েছে স্বাগতিকরা। ৩৭.১৮ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিনায়ক করেন জাপানের ইউতো হরিগোম। রৌপ্য পদক পেয়েছেন ব্রাজিলের কেলভিন হোফলার। তার সংগ্রহ ছিল ৩৬.১৫ পয়েন্ট। এ বিভাগে ৩৫.৩৫ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাজ্ঞার ইটন। 

সাঁতার

নারীদের ৪x১০০ মিটার ফ্রিস্টাইলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। আগের রেকর্ডের চেয়ে ০.৩৬ সেকেন্ড কম সময়ে নিয়ে মাত্র ৩:২৯.৬৯ সময় নিয়ে এ রেকর্ড গড়েন তারা। দলের এমা ম্যাককিওন ছিলেন সবচেয়ে দ্রুত সাঁতারু। এ বিভাগে রৌপ্য পদক জিতেছে কানাডা। আর ব্রোঞ্জ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।   

সাঁতার

নারীদের ৪০০ মিটার মিডলেতে চমক উপহার দিয়েছেন জাপানের ওহাশি ইউই। ৪:৩২.০৮ সময় নিয়ে সাঁতারে জাপানকে প্রথম স্বর্ণ এনে দেন তিনি। হারিয়েছে অন্যতম ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্রের ইমা উইয়ান্ট ও হালি ফ্লিকিনজারকে। রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ইমাকে। ফ্লিকিনজার পেয়েছেন ব্রোঞ্জ পদক। 

সাঁতার

পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে তিউনিসিয়াকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন আহমেদ হাফনাউই। ৩:৪৩.৩৬ সময় নিয়ে নাটকীয় ফেভারিট অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকলাফিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিয়েরেন স্মিথকে হারিয়ে দেন তিনি। অথচ ৫০ ও ১০০ মিটার পর্যন্ত এগিয়ে ছিলেন ম্যাকলাফিন। ২৫০ মিটার যাওয়ার পর এগিয়ে যেতে থাকেন আহমেদ। এ বিভাগে ম্যাকলাফিন রৌপ্য ও স্মিথ ব্রোঞ্জ পদক জিতছেন। 

সাঁতার

প্রথম দিনে কোনো স্বর্ণই পায়নি বরাবরের ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় দিনে স্বর্ণের দেখা পেয়েছে তারা। প্রথম স্বর্ণ এনে দিলেন মার্কিন সাঁতারু চেজ কালিজ। ৪০০ মিটার মিডলেতে ৪:০৯.৪২ সময় নিয়ে প্রথম হন তিনি। দ্বিতীয় হয়েছেন স্বদেশী লিথারল্যান্ড জাই। এ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্মিথ।

Comments

The Daily Star  | English
Cuet students block Kaptai road

Cuet closed as protest continues over students' death

The Chittagong University of Engineering and Technology (Cuet) authorities today announced the closure of the institution after failing to pacify the ongoing student protest over the death of two students in a road accident

23m ago