সমালোচনাকারীদের আয়নায় নিজের মুখ দেখতে বললেন মুশফিক

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মন্থর ব্যাট করায় মুশফিক পড়েছিলেন সমালোচনায়। এদিন আবারও দলের বাইরের এসব সমালোচনার কথা মনে করিয়ে দিলে ঝাঁজালো জবাবই দিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান
Mushfiqur Rahim

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হারের পরই বাংলাদেশের দলের হাওয়া হয়ে যায় উত্তপ্ত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সমালোচনায় বিদ্ধ হন ক্রিকেটাররা, তীব্র সমালোচনা আসে সমর্থকদের দিক থেকেও। ঘুরে দাঁড়িয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর এসব নিয়ে হাহাকারের কথা জানিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ঝড়ো ফিফটি করে রানে ফেরা মুশফিক সমালোচনাকারীদের আয়নায় নিজের মুখ দেখতে বললেন।

রোববার শারজায় শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আগে ব্যাট করে নাঈম শেখের ৫২ বলে ৬২ আর মুশফিকের ৩৭ বলে ৫৭ রানে ১৭১ করেছিল তারা। চারিথা আসালাঙ্কা আর ভানুকা রাজাপাকসের ঝড়ো ফিফটিতে  ৭ বল আগেই ওই রান পেরিয়ে যায় লঙ্কানরা।

আরও পড়ুন- আমরাও মানুষ, আমাদেরও গায়ে লাগে: মাহমুদউল্লাহ

এই ম্যাচ দিয়েই লম্বা রান খরা কাটিয়ে ছন্দে ফেরেন মুশফিক। প্রায় দুই বছর ও ১১ ইনিংস পর পান ফিফটির দেখা। অথচ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মন্থর ব্যাট করায় মুশফিক পড়েছিলেন সমালোচনায়। 

এদিন আবারও দলের বাইরের এসব সমালোচনার কথা মনে করিয়ে দিলে ঝাঁজালো জবাবই দিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান,  'এরকম কথা তো সব সময় হয়েই থাকবে। এখন একজন খেলোয়াড় হিসেবে আপনি যখন ভাল করবেন সবাই তালি দিবে, যখন খারাপ  করবেন গালি দিবে। এটা তো স্বাভাবিক তাই না? আর এটা আমার প্রথম বছর না, গত ১৬ বছর ধরে খেলছি। এটা আমার কাছে নতুন কিছু না। আমার কাছে স্বাভাবিক লাগে। আর যারা এরকম কথা বলে তাদের নিজেদের মুখ একটু আয়নায় দেখা উচিত। কারণ তারা বাংলাদেশের হয়ে খেলে না, খেলি আমরা।'

'শুধু আমি না যারা খেলছেন গত ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে, সবাই ইনপুট দেওয়ার চেষ্টা করে, কোনদিন হয়, কোনদিন হয় না। যেটা বলব আমর দেশকে প্রতিনিধিত্ব করি, এবং এই গর্ব নিয়েই মাঠে যাই এবং ভাল করার চেষ্টা করি।'

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

43m ago