শাস্তি পেলেন লিটন

সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। আগের দিন বাংলাদেশের হারের দায়টা যায় তার কাঁধেই। শ্রীলঙ্কার দুই হাফসেঞ্চুরিয়ানের তুলে দেওয়া দুটি সহজ ক্যাচ ফেলেছেন তিনি। আর ব্যাট হাতেও কিছু করতে পারেননি। এবার আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন এ ব্যাটার। তার সঙ্গে শাস্তি পেয়েছেন লঙ্কান পেসার লাহিরু কুমারাও।

সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। আগের দিন বাংলাদেশের হারের দায়টা যায় তার কাঁধেই। শ্রীলঙ্কার দুই হাফসেঞ্চুরিয়ানের তুলে দেওয়া দুটি সহজ ক্যাচ ফেলেছেন তিনি। আর ব্যাট হাতেও কিছু করতে পারেননি। এবার আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন এ ব্যাটার। তার সঙ্গে শাস্তি পেয়েছেন লঙ্কান পেসার লাহিরু কুমারাও।

কুমারার সঙ্গে বাগযুদ্ধে জড়ানোয় ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে লিটনকে। অবশ্য তারচেয়ে বড় শাস্তি পেয়েছেন কুমারা। তার জরিমানা ম্যাচ ফির ২৫ শতাংশ। জরিমানার সঙ্গে নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে দুই জনের।

মূল ঘটনাটি ঘটে আগের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচের ষষ্ঠ ওভারে। কুমারার বলে ড্রাইভ করতে গিয়ে লংঅফে ক্যাচ তুলে দেন লিটন। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা সে ক্যাচ ধরতেই লিটনকে কিছুটা একটা বলেন কুমারা। তার জবাবে কিছু বলেন লিটনও। এক পর্যায়ে দুজন দুজনের দিকে তেড়ে যান। পরে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আইসিসির প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনালের আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গ করায় জরিমানা করা হয় এই দুই জনকে। আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ ভেঙেছেন কুমারা। আর লিটন দাস ভেঙেছেন আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২০।

ম্যাচ রেফারি জাভাজাল শ্রীনাথের কাছে কুমারা ও লিটন নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি। এই ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে দুটি ডিমেরিট পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

39m ago