মাশরাফির মতামত গায়ে মাখছেন না গিবসন

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ একটা সময়ে দলের মূল দুই বোলার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেনি বাংলাদেশ। অনিয়মিত দুই বোলার আফিফ হোসেন ও অধিনায়ক মাহমুদউল্লাহ নিজে তিন ওভার বল করে দিয়ে দেন ৩৬ রান।
Ottis Gibson
ছবি: ফিরোজ আহমেদ

শ্রীলঙ্কার বিপক্ষে হতাশার হারে ফের উত্তপ্ত হয়ে উঠেছে হাওয়া। ক্যাচ ফসকে যাওয়ার সঙ্গে ওই ম্যাচে অধিনায়কের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়েও চলছে সমালোচনা। সেই সমালোচনায় যোগ দিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কোচিং স্টাফদের। এর প্রতিক্রিয়া পেস বোলিং কোচ ওটিস গিবসন বলছেন তারা এসব নিয়ে ভাবিত না।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ একটা সময়ে দলের মূল দুই বোলার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেনি বাংলাদেশ। অনিয়মিত দুই বোলার আফিফ হোসেন ও অধিনায়ক মাহমুদউল্লাহ নিজে তিন ওভার বল করে দিয়ে দেন ৩৬ রান।

পরে সাকিব-মোস্তাফিজ ফিরেও আর কিছু করতে পারেননি। লিটন দাসের ছেড়ে দেওয়া দুই ক্যাচের সঙ্গে দলের এই কৌশলও সমালোচনায় বিদ্ধ হচ্ছে। মাশরাফির ফেসবুকে এই ব্যাপারে দেন বিশদ ও কড়া মত। তার কথা,  ইনিংসের মাঝামাঝি কোচরা মাঠে এসে পরামর্শ দেন, সব দোষ অধিনায়কের হলে কোচদের কাজ কি?

আরও পড়ুন- সব দায় কি রিয়াদের, কোচের আর প্রয়োজন কী: মাশরাফি

ইংল্যান্ডের বিপক্ষে নামার আগের দিন সংবাদ সম্মেলনে গিবসনের কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হয়। তিনি জানান, বাইরের কথা নিয়ে তারা মোটেও ভাবছেন না,  'এই ব্যাপারে আমার কোন মতামত নেই। এটা আমার আগ্রহে বা উদ্বেগের বিষয় না। আমাদের দলের বাইরে যে কেউ যা কিছু সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু দলের ভেতরে কে কি বলল সেটা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা জানি কোচিং গ্রুপ হিসেবে এখানে আমরা কি করছি।'

Comments

The Daily Star  | English

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

8h ago