মাঝেমধ্যে পাপন ভাইয়ের অভিমত খারাপ না, ভালো: সাকিব

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পরই জোর ধাক্কা লাগে বাংলাদেশের ক্রিকেটে। বিশ্বকাপ দেখতে ওমানে থাকা বিসিবি সভাপতি দলের সঙ্গে ভার্চুয়াল সভা করে গণমাধ্যমেও জানিয়ে দেন নিজের হতাশার কথা, তুলে ধরেন অভিমত
Nazmul Hasan & Shakib Al Hasan

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পরই জোর ধাক্কা লাগে বাংলাদেশের ক্রিকেটে। বিশ্বকাপ দেখতে ওমানে থাকা বিসিবি সভাপতি দলের সঙ্গে ভার্চুয়াল সভা করে গণমাধ্যমেও জানিয়ে দেন নিজের হতাশার কথা, তুলে ধরেন অভিমত। সাকিব আল হাসান বলছেন, তার এমন অভিমত খারাপ না, মাঝেমধ্যে ভালোই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। ওই হারের পর সোমবার গণমাধ্যমে সিনিয়র তিন ক্রিকেটার সাaকিব, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেন বোর্ড প্রধান। হারের দায় দেন তাদের উপর। পরিস্থিতি অনুযায়ী দলের ব্যাটিং অর্ডারেও কেন বদল আনা হলো না তা নিয়ে প্রশ্ন উঠান।

ওমানের বিপক্ষে দেখা যায় ব্যাটিং অর্ডারে বেশ কিছু রদ বদল। চাপে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ জেতে ২৬ রানে।  জয়ে ফিরে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতির প্রসঙ্গে টানা হলে সাকিব বলেন, তাদের জন্য তা ইতিবাচক, 'পাপন ভাই যেহেতু খেলার মধ্যে অনেক বেশি সম্পৃক্ত থাকেন, উনি উনার পরামর্শ সবার সঙ্গে শেয়ার করে। আমরা চেষ্টা করি ওগুলো পালন করার জন্য। অনেক সময় কাজে আসতেই পারে, অনেক সময় নাও আসতে পারে। মাঝে মধ্যে এমন অভিমতগুলো খারাপ না, ভালো।'

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

24m ago