বাড়তি চাপ থাকবে বাবরের ওপর: হেইডেন

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
babar azam
ছবি: টুইটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের ওপর বাড়তি চাপ থাকবে বলে মনে করছেন ম্যাথু হেইডেন। তাছাড়া, অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটারের মতে, ভারতের বিপক্ষে ম্যাচে কেএল রাহুল ও রিশভ পান্তের ওপর আলাদা করে নজর রাখতে হবে পাকিস্তানকে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং পরামর্শকের ভূমিকায় আছেন হেইডেন। অস্ট্রেলিয়ার জার্সিতে ১০৩ টেস্ট খেলা সাবেক এই ব্যাটসম্যান এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ অতুলনীয়, 'এই খেলাটির সব ধরনের উপাদান দেখে এবং সেসবের সঙ্গে যুক্ত থেকে আমি বলতে পারি, ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াইয়ের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলে না। এটা ইতিহাস গড়ার সুযোগ।'

শিষ্য বাবর বেশ চাপে থাকবেন উল্লেখ করে তিনি জানিয়েছেন, 'বাবর আমাদের সেরা খেলোয়াড়। তাকে সবাই লক্ষ্যবস্তু বানাতে চাইবে। (ওয়েস্ট ইন্ডিজ তারকা) ক্রিস গেইল যেমনটা বলেছেন, "সবাই বাবরের উইকেট নিজের ঝুলিতে পুরতে চাইবে"। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে তার ওপর বাড়তি চাপ থাকবে।'

সবশেষ আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন হেইডেন। সেসময় ভারতের ক্রিকেটারদের কাছ থেকে পরখ করে দেখার সুযোগ মিলেছে তার। দুজনের দিকে আলাদা নজরও পড়েছে তার, 'আমি মনে করি, রাহুল পাকিস্তানের জন্য হুমকি হতে পারে। ছোট সংস্করণের ক্রিকেটে তার দুর্দান্ত আধিপত্য রয়েছে। উদ্ধত হাসি ও বেপরোয়া মনভাবসম্পন্ন পান্ত এই খেলাটি খুব ভালো বোঝে। সে বিধ্বংসী।'

ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের খেলোয়াড়রা ফুরফুরে মেজাজে রয়েছে বলে জানিয়েছেন ৪৯ বছর বয়সী কিংবদন্তি, 'ছেলেরা রোমাঞ্চিত। দলের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। খেলোয়াড়দের খুবই খুশি দেখাচ্ছে। প্রথম ম্যাচ থেকেই অবধারিতভাবে চাপে থাকতে হবে জেনেও তার নির্ভার রয়েছে।'

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

6h ago