বাংলাদেশকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-উইন্ডিজের গ্রুপে পাঠাল স্কটল্যান্ড

সুপার টুয়েলভ আগেই নিশ্চিত। তবুও বাংলাদেশ তাকিয়ে ছিল ওমান-স্কটল্যান্ড ম্যাচের দিকে। কারণ এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল সুপার টুয়েলভের কোন গ্রুপে খেলবে টাইগাররা। শেষ পর্যন্ত গ্রুপ ১-এ খেলতে হবে তাদের। প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ওমানকে সহজেই হারিয়েছে স্কটল্যান্ড। ফলে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভ নিশ্চিত করে দলটি।

সুপার টুয়েলভ আগেই নিশ্চিত। তবুও বাংলাদেশ তাকিয়ে ছিল ওমান-স্কটল্যান্ড ম্যাচের দিকে। কারণ এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল সুপার টুয়েলভের কোন গ্রুপে খেলবে টাইগাররা। শেষ পর্যন্ত গ্রুপ ১-এ খেলতে হবে তাদের। প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ওমানকে সহজেই হারিয়েছে স্কটল্যান্ড। ফলে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভ নিশ্চিত করে দলটি।

বৃহস্পতিবার ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২২ তুলে অলআউট হয়ে যায় ওমান। জবাবে ১৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় স্কটিশরা।

আর স্কটল্যান্ডের জয়ে অপেক্ষাকৃত কঠিন গ্রুপে পড়তে হলো বাংলাদেশকে। কারণ এ গ্রুপে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বছর জুড়ে গড়পড়তার ফলাফল করলেও বিশ্বকাপে বরাবরই তেতে ওঠে দলটি। আর একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলও রয়েছে। এছাড়া প্রথম রাউন্ডে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শ্রীলঙ্কারই বেশি। সেক্ষেত্রে আরও একটি বিশ্বচ্যাম্পিয়ন দল থাকছে এই গ্রুপে।

তিন ম্যাচের তিনটিতে জয়ে ৬ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড খেলবে গ্রুপ ২-এ। যেখানে তাদের প্রতিপক্ষ দুই বিশ্বচ্যাম্পিয়ন দল ভারত ও পাকিস্তান। এছাড়া এই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড। এশিয়ার উঠতি শক্তি আফগানিস্তানও খেলবে এই গ্রুপে। বড় কোনো অঘটন না হলে আয়ারল্যান্ড কিংবা নামিবিয়ার যে কোনো একটি দল জায়গা করে নিবে এই গ্রুপে।

জয়ের লক্ষ্যে লড়াই করার মতো পুঁজিই সংগ্রহ করতে পারেনি ওমান। অথচ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল দলটি। কিন্তু শুরুতেই ভুল বোঝাবোঝির জন্য বড় খেসারৎ দিতে হয় তাদের। আসর জুড়ে দারুণ ছন্দে থাকা ওপেনার জতিন্দর সিং কাটা পড়েন রানআউটে। তাতেই ব্যকফুটে চলে যায় দলটি।

আকিব ইলিয়াস টিকে গিয়েছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। পারেননি জতিন্দরের মতো আগ্রাসী ব্যাটিংয়ে রানের গতি বাড়াতেও। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাদিম ও জিশান মাকসুদও সেট হলেও ইনিংস লম্বা করতে না পারায় সাদামাটা পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন আকিব। ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ৩০ বলে ৩টি চার ও ১টি ছক্কায় জিশানের ব্যাট থেকে ৩৪ রান। ২১ বলে ২টি ছক্কায় ২৫ রান করেন নাদিম। স্কটল্যান্ডের পক্ষে ২৫ রানের খরচায় ৩টি উইকেট পান জশ ডেভি। ২টি করে উইকেট পেয়েছেন সাফিয়ান শরিফ ও মাইকেল লিস্ক।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে স্কটল্যান্ড। ওপেনিং জুটিতে ৩৩ রান যোগ করে আউট হন জর্জ মানসি। আরেক ওপেনার অধিনায়ক কাইল কোয়েটজারের সঙ্গে ম্যাথিউ ক্রসের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪২ রান। এরপর রিচি বেরিংটনকে নিয়ে বাকি কাজটা অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে শেষ করেন ক্রস।

দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন কোয়েটজার। ২৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন অধিনায়ক। ২১ বলে ১টি চার ও ৩টি ছক্কায় হার না মানা ৩১ রানের ইনিংস খেলেন বেরিংটন। এছাড়া ২৬ রানে অপরাজিত থাকেন ক্রস।

Comments

The Daily Star  | English
Bangladeshi ship hijacked by Somalian pirates

MV Abdullah: Pirates bring in food as stock start to deplete

As food stock in the hijacked Bangladeshi ship MV Abdullah was depleting, pirates recently started bringing in food.

15h ago