নেদারল্যান্ডকে গুড়িয়ে বিশ্বকাপ শুরু আয়ারল্যান্ডের

সোমবার আবুধাবিতে প্রথম পর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে ৭ উইকেটে। আগে ব্যাট করে ক্যাম্পারের তোপে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ড।  ২৯ বল হাতে রেখে  ওই রান পেরিয়ে জিতে যায় আইরিশরা।
Gareth Delany
রান তাড়ায় ২৯ বলে ৪৪ করেন ডেনলি। ছবি: আইসিসি টুইটার।

কার্টিস ক্যাম্পারের ডাবল হ্যাটট্রিকে পথ হারানো নেদারল্যান্ড আটকে যায় তিন অঙ্কে গিয়েই। সহজ রান তাড়ায় পল স্টার্লিং, গ্যারেথ ডেনলির ব্যাটে অনায়াসে জিতেছে আয়ারল্যান্ড।

সোমবার আবুধাবিতে প্রথম পর্বে 'এ' গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে ৭ উইকেটে। আগে ব্যাট করে ক্যাম্পারের তোপে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ড।  ২৯ বল হাতে রেখে  ওই রান পেরিয়ে জিতে যায় আইরিশরা।

সহজ লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে কেভিন ও'ব্রায়েনকে হারায় আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ডি বালবার্নিও মাত্র ৮ রান করে ফিরে যান। এরপর স্টার্লিং-ডেনলির জুটিতে ছুটে চলে আইরিশরা। ৫৯ রানের ম্যাচ হয়ে যায় সহজ। স্টার্লিং কিছুটা মন্থর খেললেও ডেনলি তুলেন ঝড়।

২৯ বলে ৫ চার, ২ ছয়ে ৪৪ রান করেন এই ডানহাতি। স্টার্লিং আর আউট হননি। ৩৯ বলে ৩০ করে অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে চরম বিপাকে পড়ে ডাচরা। ব্যাটিংয়ের জন্য খুব ভাল উইকেটেও প্রথম ওভারেই উইকেট হারায় তারা। ২২ রানে দ্বিতীয় উইকেট পড়ার পরও খেলায় ছিল নেদারল্যান্ড।

এক পর্যায়ে ৯ ওভারে তাদের রান ছিল ৫১। দশম ওভারে খেলার গতিপথ বদলে দেন ক্যাম্পার। টানা চার বলে চার উইকেট নিয়ে ধসিয়ে দেন ডাচদের।

দলের চরম বিপর্যয়ে ম্যাক্স ওয়াদুদ এক প্রান্তে টিকে থেকে রান বাড়াচ্ছিলেন। দলের ১০৬ রানের ৫১ রানই এসেছে তার ব্যাটে। ১৭তম ওভারে তিনি আউট হওয়ার পর আর বেশিদূর এগুতে পারেনি নেদারল্যান্ড।

Comments

The Daily Star  | English

Freedom declines, prosperity rises in Bangladesh

Bangladesh’s ranking of 141 out of 164 on the Freedom Index places it within the "mostly unfree" category

1h ago