তিন সিনিয়রের পাশে দাঁড়ালেন ডমিঙ্গো

বোর্ড সভাপতিও হারের পেছনে তাদের অ্যাপ্রোচকেই দায়ি করছেন। কিন্তু বাংলাদেশের  কোচ রাসেল ডমিঙ্গ তাতে একমত নন। তিনি মনে করেন ‘চ্যাম্পিয়ন’ এই খেলোয়াড়রা দ্রুতই বড় কিছু করবেন।
Mushfiqur Rahim & Russell Domingo
মুশফিকের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করছেন রাসেল ডমিঙ্গো। ছবি: বিসিবি

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারে মন্থর ব্যাটিংয়ে কাঠগড়ায় দলের তিন সিনিয়র সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম। বোর্ড সভাপতিও হারের পেছনে তাদের অ্যাপ্রোচকেই দায়ি করছেন। কিন্তু বাংলাদেশের  কোচ রাসেল ডমিঙ্গ তাতে একমত নন। তিনি মনে করেন 'চ্যাম্পিয়ন' এই খেলোয়াড়রা দ্রুতই বড় কিছু করবেন।

স্কটিশদের দেওয়া ১৪১ রান তাড়ায় গিয়ে শুরুতে দুই উইকেট হারানোর পর বাংলাদেশ ঝিমিয়ে পড়ে। তিনে নামা সাকিব ২৮ বলে করেন ২০ রান, মুশফিক প্রথম ২০ বলে ১৪ করার পর পরে দুই ছক্কায় পুষিয়ে দিয়েও থামেন ৩৬ বলে ৩৮ করে। ওভার প্রতি ১০ রানের চাহিদার সময়ে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহ পুরোটা সময় ধুঁকে ২২ বলে করেন ২৩ রান। শেষ দিকে শেখ মেহেদী কিছুটা ব্যবধান কমালেও দল ম্যাচ হারে ৬ রানে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ তাই বলেন, সিনিয়রদের এমন অ্যাপ্রোচই দলের হারের কারণ।

আরও পড়ুন- তিন সিনিয়রের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন বিসিবি সভাপতির

তবে সংবাদ সম্মেলনে এসে কোচ ডমিঙ্গো জানালেন, এই খেলোয়াড়দের উপর পুরো আস্থা আছে তার,  'আপনি বলতে পারেন না তাদের দায়। তারা বিশ্বমানের খেলোয়াড়। তারা জানে তারা যেমন খেলেছে সেটা তাদের মান নয়। তারা বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোন কারণ নেই। মাত্র ক'মাস আগেই রিয়াদ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়েছে। প্রস্তুতি ম্যাচগুলো না খেলায় সে একটু জড়তায় ভুগেছে। কিন্তু সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে পারি না। তাদের বড় পারফরম্যান্স এই এলো বলে।'

আরও পড়ুন- পরেরবার উদযাপনে মাহমুদউল্লাহকে বিরক্ত করবে না স্কটল্যান্ড

বোর্ড সভাপতির মন্তব্যও কোচের নজরে আনা হলে তিনি জানান, দলের ভেতরে থেকে খেলোয়াড়দের সমালোচনা করবেন না তিনি, 'সভাপতির কথা নিয়ে আমি এখানে কথা বলতে আসিনি। সবারই ব্যক্তিগত মত আছে। আমি কোন খেলোয়াড়কে সমালোচনা করব না। আমার পুরো বিশ্বাস তাদের উপর আছে। দলের বাইরে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে। আমার ফোকাস দলের উপর। কালকের জন্য শতভাগ প্রচেষ্টা নিশ্চিত করতে চাই।'

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

2h ago