ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসে আয়ারল্যান্ডের ক্যাম্পার

সোমবার আবুধাবিতে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে ক্যাম্পার গড়েন এই নজির। দশম ওভারে দ্বিতীয় থেকে পঞ্চম বলে তিনি টানা ফেরান কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট এডওয়ার্ডস ও রুলফ ফন ডার মেরওয়াকে।
Curtis Campher
ক্যাম্পারকে নিয়ে খুশিতে উদ্বেল আয়ারল্যান্ড। ছবি: আইসিসি টুইটার

৯ ওভারে নেদারল্যান্ডের স্কোর ছিল ৫০। পরের ওভারেই হয়ে গেল সব তছনছ। কার্টিস ক্যাম্পার টানা চার বলে পেলেন চার উইকেট। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ডাবল হ্যাটট্রিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন নজির এই প্রথম।

সোমবার আবুধাবিতে প্রথম রাউন্ডে 'এ' গ্রুপের ম্যাচে ক্যাম্পার গড়েন এই নজির। দশম ওভারে দ্বিতীয় থেকে পঞ্চম বলে তিনি টানা ফেরান কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট এডওয়ার্ডস ও রুলফ ফন ডার মেরওয়াকে।

ক্যাম্পারের বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন আকারম্যান। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে তাকে ফেরায় আয়ারল্যান্ড। পরের বলেই ডাচদের বড় তারকা টেন ডেসকাটে হন এলবিডবব্লিউ। হ্যাটট্রিক বলে রিভিউ নিয়ে এডওয়ার্ডকেও এলবিডব্লিতে ফেরান তিনি। পঞ্চম বলে ডার মেরওয়াকে প্লেইড অন করে উল্লাসে মাতেন তিনি।

ক্যাম্পারের এমন তোপে মাত্র ১০৬ রানে আটকে যায় ডাচরা। টি-টোয়ন্টি বিশ্বকাপে এটি মাত্র দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন ব্রেট লি।

আয়ারল্যান্ডের হয়েও ইতিহাসে ক্যাম্পার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে তিনি পেলেন হ্যাটট্রিকের স্বাদ।

অথচ ক্যাম্পার প্রথম ওভারে দিয়েছিলেন ১২ রান। ইনিংস শেষে তার ফিগার ৪-০-২৬-৪!

টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট অর্থাৎ ডাবল হ্যাটট্রিকের আরও দুটি নজির আছে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন আফগানিস্তানের রশিদ খান। ওই বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।

Comments

The Daily Star  | English

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

8h ago