ওয়ার্নের ফেভারিট ভারত ও ইংল্যান্ড

গ্রুপ পর্বের লড়াই শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে সুপার টুয়েলভের লড়াই। পাওয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল আমেজ। এবারের বিশ্বকাপের ফেভারিট কোন দল? এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়ে যাচ্ছেন। তবে অজি কিংবদন্তি শেন ওয়ার্নের দৃষ্টিতে আসরের মূল ফেভারিট দুই ভারত ও ইংল্যান্ড।

গ্রুপ পর্বের লড়াই শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে সুপার টুয়েলভের লড়াই। পাওয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল আমেজ। এবারের বিশ্বকাপের ফেভারিট কোন দল? এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়ে যাচ্ছেন। তবে অজি কিংবদন্তি শেন ওয়ার্নের দৃষ্টিতে আসরের মূল ফেভারিট দুই ভারত ও ইংল্যান্ড।

তবে শুধু যে এ দুই দলকেই বিশ্বকাপ জয়ের মূল দাবীদার মনে করছেন ওয়ার্ন তাও নয়। কারণ শক্তি-সামর্থ্যে এবার কাছাকাছি বেশি কিছু দলকেই দেখছেন তিনি। কিছুদিন আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিয়ে নেওয়া কেন উইলিয়ামসের নিউজিল্যান্ডও আছে তালিকায়। আর সংযুক্ত আরব আমিরাত তো একসময় ছিল পাকিস্তানের ঘরের মাঠ। শিরোপার দৌড়ে আছে তারাও।

আর বছর জুড়ে যেমন তেমন পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বরাবরই নজরকাড়া পারফরম্যান্স করে ক্যারিবিয়ানরা। সাম্প্রতিক ফর্ম কিছুটা খারাপ হলেও পিছিয়ে রাখা যাবে না অস্ট্রেলিয়াকেও। তাদের ফেভারিটের তালিকায় না রাখলেও দলটি ভালো কিছুর করতে পারে বিশ্বাস করেন ওয়ার্ন।

বৃহস্পতিবার এক টুইটার বার্তায় ওয়ার্ন বলেছেন, 'আমার মনে হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারত ফেভারিট। আইসিসির আসরগুলোতে নিউজিল্যান্ডও সবসময়ই ভালো পারফর্ম করে। তবে আমার ধারণা অস্ট্রেলিয়াকে কিছুটা অবমূল্যায়ন করা হচ্ছে, দলটিতে ম্যাচ জেতানো অনেক ক্রিকেটার থাকার পরও। এরপর আছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কে জিতে, এটা দেখতে রোমাঞ্চিত।'

তবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ভরসা ডেভিড ওয়ার্নার নেই ছন্দে। যে কারণে আইপিএলেও সানরাইজার্স হায়দারাবাদের দলে নিয়মিত ছিলেন না। তেমনি ইংল্যান্ডের ইয়ন মরগানও নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে দুই ব্যাটারের ওপর আস্থা হারাচ্ছেন না ওয়ার্ন। এমনকি এদের কেউ আসরের সেরা ক্রিকেটার হলে অবাক হবেন না তিনি 'ফর্মে না থাকায় যারাই ওয়ার্নার ও মরগানকে অবজ্ঞা করছেন, মনে রাখবেন, ক্লাস চিরস্থায়ী আর ফর্ম ক্ষণস্থায়ী। এই দুইজনের কেউ যদি টুর্নামেন্ট সেরা হয়, অবাক হব না…।'

Comments

The Daily Star  | English

Chattogram shoe factory fire under control

A fire that broke out at a shoe accessories manufacturing factory on Bayezid Bostami Road in Chattogram city this afternoon was brought under control after two hours.

2h ago