‘ওমান বাধা পেরুতে দলের সবাই আত্মবিশ্বাসী’

এমনিতে নামে, ভারে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ধারেকাছেও নেই ওমান। কিন্তু স্কটল্যান্ড বিপর্যয়ের পর বদলে গেছে বাস্তবতা। রোববার নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের ১৪০ রান টপকাতে না পেরে ৬ রানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মঙ্গলবার স্বাগতিক ওমানের বিপক্ষে তাই বাঁচা-মরার ম্যাচ।
Russell Domingo
ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এমন পূর্ব অনুমান ছিল না কারোরই। স্কটল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে প্রথম রাউন্ড পেরুনো নিয়েই শঙ্কায় পড়েছে বাংলাদেশ! তবে কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন এই বাধা সহজেই পার হবেন তারা, দলের ভেতর মিলছে তেমনই আত্মবিশ্বাস।

এমনিতে নামে, ভারে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ধারেকাছেও নেই ওমান। কিন্তু স্কটল্যান্ড বিপর্যয়ের পর বদলে গেছে বাস্তবতা। রোববার নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের ১৪০ রান টপকাতে না পেরে ৬ রানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মঙ্গলবার স্বাগতিক ওমানের বিপক্ষে তাই বাঁচা-মরার ম্যাচ।

কোনভাবে পা হড়কালেই নিতে হবে বিদায়। তবে ওসব নেতিবাচক দিকে একদমই তাকাচ্ছেন না ডমিঙ্গো। সোমবার সংবাদ সম্মেলনে এসে জানালেন নিজেদের বিশ্বাসের কথা,   'ছেলেরা আত্মবিশ্বাসী আছে যে আমরা পার হতে পারব। তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। গত বছর তারা কঠিন ম্যাচও বের করেছে। ছেলেদের পুরো বিশ্বাস আছে ওমান ও পিএনজির বিপক্ষে উৎরাতে পারবে এবং মূল পর্বে যেতে পারবে।'

আত্মবিশ্বাস থাকলেও প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে দেখছে না বাংলাদেশ। ডমিঙ্গো জানান স্কটল্যান্ডকে তারা মোটেও হালকাভাবে নেননি, ওমানকেও নিবে না, 'আমরা স্কটল্যান্ডকে হালকাভাবে নেইনি। তারা টি-টোয়েন্টিতে সর্বশেষ দেখাতেও (এর আগে একবারই দেখা হয়) বাংলাদেশকে হারিয়েছিল। গতকালের ম্যাচে কোন আত্মতৃপ্তি ছিল না।'

'ওমানের প্রতি আমাদের দারুণ সম্মান আছে। টাটা আত্মবিশ্বাসী। তারা নিজেদের মাঠে খেলবে।  তারা একটা ভাল ম্যাচ জিতেছে। কিন্তু আমরা তাদের দিকে ফোকাস করছি না,  আমাদের এখন নিজেদের পারফরম্যান্স ফোকাস করতে হবে, নিজেদের দক্ষতা ও লক্ষ্যের দিকে তাকাতে হবে।'

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

1h ago