৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের মুকুটে নতুন পালক যুক্ত করলেন ক্রিস্তিয়ানো রোনালদো।
ছবি: টুইটার

বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের মুকুটে নতুন পালক যুক্ত করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। পর্তুগিজ তারকার ইতিহাস গড়ার ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২ গোলে আর্সেনালকে হারিয়েছে রেড ডেভিলরা। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জোড়া গোল আসে রোনালদোর পা থেকে। ক্যারিয়ারে মোট ১০৯৭ ম্যাচ খেলা এই ফরোয়ার্ডের গোল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০১।

ম্যাচের শুরুতে এমিলি স্মিথ রোয়ের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেড বিরতির আগে সমতায় ফেরে ব্রুনো ফার্নান্দেসের কল্যাণে। এরপর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ক্যারিয়ারের ৮০০তম গোলের দেখা পান রোনালদো। মার্কাস র‍্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

স্বাগতিকরা লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। মার্টিন ওডেগার্ড দুই মিনিটের মধ্যে আর্সেনালকে সমতায় ফেরান। এরপর ৭০তম মিনিটে রোনালদোর সফল পেনাল্টিতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

অনেক পরিসংখ্যানবিদের হিসাব অনুসারে, ক্যারিয়ার গোলের হিসাবে আগে থেকেই তালিকার শীর্ষে ছিলেন রোনালদো। তবে এখানে কিছুটা বিতর্কের অবকাশ রয়েছে।

আরইসি স্পোর্ট সকার স্ট্যাটিস্টিক্স ফাউন্ডেশনের তথ্য অনুসারে, চেক-অস্ট্রিয়ান স্ট্রাইকার জোসেফ বিকান ক্যারিয়ারে ৮০৫ গোল করেছিলেন। ফলে তাকে রাখা হয়ে থাকে তালিকার শীর্ষে। তবে রোনালদো যেমন ছন্দে আছেন, তাতে বিকানকে ছাড়িয়ে যাওয়া তার জন্য কেবল সময়ের ব্যাপার।

৮০১ গোলের পাঁচটি স্পোর্তিং লিসবন, ১৩০টি ম্যানচেস্টার ইউনাইটেড, ৪৫০টি রিয়াল মাদ্রিদ, ১০১টি জুভেন্টাস ও ১১৫টি পর্তুগালের জার্সিতে করেছেন রোনালদো।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকার পর জিতেছে ইউনাইটেড। ১৪ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে তাদের অর্জন ২১ পয়েন্ট। তারা পয়েন্ট তালিকার সাত নম্বরে উঠে এসেছে।

Comments

The Daily Star  | English
books on Bangladesh Liberation War

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

16h ago