
সবশেষ ২০২০-২১ মৌসুমে কোনো শিরোপা জিততে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। যা স্পেনের সফলতম ক্লাবটির সঙ্গে একেবারেই মানানসই নয়। এবার মৌসুমের মাঝপথেই খরা ঘোচানোর খুব কাছে পৌঁছে গেছে তারা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেছেন, শিরোপা জয়ের জন্য তারা ক্ষুধার্ত।
চ্যাম্পিয়ন হওয়ার পথে রিয়ালের বাধা অ্যাথলেতিক বিলবাও। সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার দিবাগত রাত সাড়ে বারটায়।
গত মৌসুমে লা লিগার শিরোপার দৌড়ে শেষ পর্যন্ত টিকেছিল রিয়াল। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট হারানোর খেসারত দিয়ে শহর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিল তারা। স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের পথচলা থেমেছিল সেমিফাইনালে। আর কোপা দেল রেতে অঘটনের শিকার হয়ে তারা বাদ পড়েছিল শেষ বত্রিশে।
জিনেদিন জিদানের বিদায়ের পর চলমান ২০২১-২২ মৌসুমে রিয়ালের কোচের দায়িত্ব পালন করছেন কার্লো আনচেলত্তি। তিনি দলকে দারুণভাবে অনুপ্রাণিত করছেন বলে জানিয়েছেন কোর্তোয়া, 'ম্যাচ পূর্ববর্তী আলোচনায় কোচ আমাদের অনেক অনুপ্রাণিত করেছেন। তিনি বলেছেন, সবাই জানে যে আমরা ফাইনালে খেলছি এবং আমরা এটাতে জিততে চাই। তাই ব্যক্তিগতভাবে আমাদের নিজেদেরকে অনুপ্রাণিত করতে হচ্ছে না। আমরা একটি শিরোপার জন্য খেলছি।'
শিরোপা জিততে মুখিয়ে থাকার কথা বলেছেন বেলজিয়ামের এই তারকা গোলরক্ষক, 'গত মৌসুমে আমরা কিছুই জিততে পারিনি এবং আমরা (এবার শিরোপা) জয়ের জন্য খুবই ক্ষুধার্ত। তাই কোচ এমন একজনকে হতে হবে যিনি দলকে ভালোভাবে পরিচালনা করেন এবং আপনাকে জেতার জন্য অনুপ্রাণিত করেন।'
লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়ালের হয়ে দুরন্ত ছন্দে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি। তাকে নিয়ে কণ্ঠে প্রশংসা ঝরিয়েছেন কোর্তোয়া, 'বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও ভালো খেলছে। আর তার আত্মবিশ্বাসও তাকে সহায়তা করছে।'
বিলবাও ফাইনালে উঠেছে অ্যাতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে। তাদেরকে সমীহ করছেন তিনি, 'এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে (আমাদের জন্য)। গত মৌসুমে তারা তিনটি ফাইনালে খেলেছিল।'
Comments