রোনালদোর সঙ্গে দ্বৈরথ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মেসি

পেলে থেকে ম্যারাডোনা, ক্রুয়েফ থেকে জিদান। অনেক খেলোয়াড়ের সঙ্গে অনেকের তুলনা হয়েছে, অনেকের সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে। কিন্তু লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসে এই প্রথম। এক যুগের মতো সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন এ দুই তারকা। কখনো এগিয়ে যান মেসি, আবার কখনো রোনালদো। দুই তারকার এমন দ্বৈরথ ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করেন মেসি।
ছবি: এএফপি

পেলে থেকে ম্যারাডোনা, ক্রুয়েফ থেকে জিদান। অনেক খেলোয়াড়ের সঙ্গে অনেকের তুলনা হয়েছে, অনেকের সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে। কিন্তু লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসে এই প্রথম। এক যুগের মতো সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন এ দুই তারকা। কখনো এগিয়ে যান মেসি, আবার কখনো রোনালদো। দুই তারকার এমন দ্বৈরথ ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করেন মেসি।

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়ে মেসির সঙ্গে তার দ্বৈরথ শুরু হয়। তবে মূল প্রতিদ্বন্দ্বিতাটা শুরু হয় লা লিগা থেকে। ইউনাইটেড ছেড়ে ২০০৯ সালে রিয়ালে যোগ দেন রোনালদো। তখন থেকেই মেসির কর্তৃত্বে ভাগ বসান এ পর্তুগিজ। দুই তারকা মুখোমুখি হয়েছেন ৩০টি এল ক্লাসিকোতেও। যেখানে মেসির অবদান ২০ গোল ও ১১টি অ্যাসিস্ট। কম যাননি রোনালদোও। ১৮টি গোলের সঙ্গে ১টি অ্যাসিস্টও আছে তার। দুইজনে মিলে ব্যালন ডি'অর জিতেছেন মোট ১১টি। 

তবে সাম্প্রতিক সময়ে দুই জনের পথ গেছে বদলে। এক সময় দুই জনই খেলতেন লা লিগায়। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান মেসি। অন্যদিকে বছর চার আগেই রিয়াল ছেড়ে যোগ দিয়েছিলেন জুভেন্টাসে। সেখানে তিন মৌসুম কাটিয়ে এবার যোগ দিয়েছেন পুরনো ঠিকানা ইউনাইটেডে। গন্তব্য বদলে গেলেও এখনও এ দুই তারকাতে বুদ হয়েছে ফুটবল ভক্তরা। ভিন্ন লিগে খেললেও এ দুই তারকার তুলনা চলছে প্রতি নিয়তই। তবে দুই তারকার একই লিগে খেলা কিছুটা হলেও মিস করেন সমর্থকরা।

আর দুই সেরা তারকার দ্বৈরথটা যে সমর্থকরা খুব উপভোগ করেন সেটা ভালো করেই জানেন মেসি। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'অনেক দিন হয়ে গেছে আমরা একই লিগে প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করে দিয়েছি। আমরা একই লক্ষ্যের জন্য পৃথকভাবে এবং একটি দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এটি আমাদের জন্য এবং ভক্তদের জন্য একটি খুব সুন্দর সময় ছিল কারণ তারা এটি খুব উপভোগ করেছিল। ফুটবল ইতিহাসে এটি একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে।'

ইউনাইটেডে রোনালদোর পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন মেসি। রোনালদো ফের ইউনাইটেডে যোগ দেওয়া আশা বুক বেঁধেছিল সমর্থকরা। শিরোপা খরা থেকে হয়তো বের হয়ে আসবে দলটি। কিন্তু সাম্প্রতিক সময়ে সময়টা ভালো যাচ্ছে না তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ সাত ম্যাচে জয় মাত্র একটি। দুর্বল ওয়াটফোর্ডের কাছেও বিধ্বস্ত হয় দলটি। তবে এখনও সব শেষ হয়ে যায়নি বলে মনে করেন লিওনেল মেসি। ডিসেম্বরের পর বদলে যেতে পারে চিত্র। যে কোনো কিছুই হতে পারে বলে মনে করেন আর্জেন্টাইন অধিনায়ক।

'(ম্যানচেস্টার) ইউনাইটেড একটি শক্তিশালী দল যেখানে দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। ক্রিস্তিয়ানো আগে থেকেই এই ক্লাবকে জানে, কিন্তু সেটা অন্য পর্যায়ে ছিল। এবং এখন সে অসাধারণভাবে সেখানে মানিয়ে নিয়েছে। শুরু থেকেই সে বরাবরের মতো গোল করেছে এবং মানিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। প্রিমিয়ার লিগে, (ম্যানচেস্টার ইউনাইটেড) আমরা সবাই যতটা ভেবেছিলাম ততটা ভালো নয়, তবে এটি খুব কঠিন এবং এমনকি প্রতিযোগিতাটিতে অনেক অনেক মোড় নেয়। ডিসেম্বরের পর অনেক পরিবর্তন হয় এবং যে কোনো কিছু ঘটতে পারে।' –বলেছেন মেসি।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

4h ago