রোনালদোর রেকর্ডে নয়, নিজেকে নিংড়ে দেওয়ায় মনোযোগ বেনজেমার

লিভারপুলের বিপক্ষে ফাইনালে ব্যক্তিগত সাফল্য অর্জনের দিকে তাকিয়ে নন তিনি।
ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড ১৭ গোলের কাছাকাছি আছেন করিম বেনজেমা। তবে লিভারপুলের বিপক্ষে ফাইনালে ব্যক্তিগত সাফল্য অর্জনের দিকে তাকিয়ে নন তিনি। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করতে মাঠে নিজের সবটুকু উজাড় করে দিতে চান এই তারকা ফরাসি স্ট্রাইকার।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি রিয়াল ও লিভারপুল। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ফ্রান্সের প্যারিসে শুরু হবে ম্যাচ। এই প্রতিযোগিতায় সফলতম স্প্যানিশ ক্লাব রিয়াল রেকর্ড ১৩ বার শিরোপা জিতেছে। অন্যদিকে, তাদের ইংলিশ প্রতিপক্ষ লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে ছয়বার।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এখন পর্যন্ত ১৫ গোল নিয়ে শীর্ষে আছেন বেনজেমা। উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়েছেন মাঠে নিজেকে মেলে ধরার ওপর, 'রেকর্ড সবসময়ই থাকবে এবং সেগুলো ভাঙাও পড়বে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মাঠে আমার সবটুকু নিংড়ে দিয়ে দলকে জেতানো। আমি যদি গোল করতে পারি বা গোলে সহায়তা করতে পারি, তাহলে সেটা গুরুত্বপূর্ণ হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে যাওয়া এবং ম্যাচ জেতা।'

নক-আউট পর্বগুলোতে বেনজেমা জাদুকরী সব পারফরম্যান্স উপহার দেন। তার নৈপুণ্যে প্রত্যাবর্তনের দারুণ সব গল্প লিখেছে রিয়াল। সবচেয়ে পছন্দের গোল বেছে নিতে বলা হলে তিনি জানিয়েছেন, 'এই মৌসুমে আমার সবচেয়ে প্রিয় গোল? সবগুলো গোলই দারুণ ও গুরুত্বপূর্ণ। সবচেয়ে সুন্দর ছিল সম্ভবত পিএসজির বিপক্ষে তৃতীয় গোলটি অথবা ম্যানচেস্টার সিটির বিপক্ষে পেনাল্টিটি। তবে চেলসির বিপক্ষে হেডে করা গোলটিও দারুণ ছিল। কারণ চমৎকারভাবে আমরা আক্রমণে উঠেছিলাম।'

বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার শেষে রিয়ালের কিংবদন্তিদের তালিকায় নিজেকে দেখতে চান বেনজেমা, 'ফুটবল ক্য্যারিয়ার শেষ করার পর আমি দেখব যে এই ক্লাবের ইতিহাসে জায়গা করে নিতে পেরেছি কিনা। যে কোনো ক্ষেত্রে, সবগুলো ম্যাচ আমার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিবারই আমি নতুন কিছু করতে এবং দর্শকদের রোমাঞ্চিত করতে চেষ্টা করি। আর অবশ্যই, আমার স্বপ্ন হলো আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তবে সেজন্য আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে এবং ফাইনালে ভালো খেলতে হবে।'
 

Comments

The Daily Star  | English

Explosions in Iran, US media reports Israeli strikes

Iran's state media reported explosions in central Isfahan Friday, as US media quoted officials saying Israel had carried out retaliatory strikes on its arch-rival

2h ago