পোর্তোর মাঠে লিভারপুলের গোল উৎসব

মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে গিয়ে লিভারপুল জিতেছে ৫-১ গোলে। দুটি করে গোল করেন মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনো। আরেক গোল আসে সাদিও মানের পা থেকে।

আক্রমণভাগের ধারালো ছন্দে আবারও নাচল লিভারপুল। আগ্রাসী ফুটবলের পসরা সাজিয়ে  ইয়ুর্গেন ক্লপের দল কাঁপিয়ে দিল প্রতিপক্ষকে। পোর্তোকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে পেল টানা দ্বিতীয় জয়।

মঙ্গলবার 'বি' গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে গিয়ে লিভারপুল জিতেছে ৫-১ গোলে। দুটি করে গোল করেন মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনো। আরেক গোল আসে সাদিও মানের পা থেকে। পোর্তোর হয়ে একমাত্র গোল করেন মেহদি তারেমি।

প্রথম ম্যাচে এসি মিলানকে ৩-২ গোলে হারানো লিভারপুল ম্যাচের শুরু থেকেই রেখেছে দাপট। পোর্তোর গোলমুখে তারা নেয় ২১ শট, যার ১৩টিই ছিল নিশানায়।

খেলার ১৮ মিনিটে এগিয়ে যায় অল রেডসরা। বা দিক থেকে নেওয়া কর্টিস জোন্সের শট প্রথম দফায় গোলরক্ষক ফেরালেও সালাহ ফিরতে শটে জালে জড়িয়ে দেন। ২৩ মিনিটে লিভারপুলের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।

বিরতির ৩ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল, ডানদিক থেকে জেমস মিলনারের নিচু শট জালে জড়ান মানে।

বিরতির পর লিভারপুলকে দুবার হতাশ করেন পোর্তো গোলরক্ষক। কিন্তু ৬০ মিনিটে আর পারেননি। জোন্সের পাস ধরে ডি বক্সে ঢুকে ৩-০ করে দেন সালাহ।

তিন গোলে এগিয়ে যাওয়ার পর সালাহ আর মানের বদলে ফিরমিনো ও তাকুমি মিনামিনোকে নামান ক্লপ। ৭৪ মিনিটে তারেমি এক গোল শোধ দিয়ে ব্যবধান কমান।

কিন্তু এর দুই মিনিট পরই ফের ব্যবধান বাড়িয়ে নেয় সফরকারীরা। গোলরক্ষকের মিস জাজমেন্টে সুযোগ পেয়ে দূর থেকে তা কাজে লাগান ফিরমিনো। ৮১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়ে যান আরেক গোল।

গ্রুপের  আরেক ম্যাচে ১০ জনের এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই ম্যাচ শেষে এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো। ১ পয়েন্ট নিয়ে পোর্তো তিনে, চারে থাকা মিলানের হাত একদম শূন্য।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

5h ago