ব্রাজিলিয়ান পুলিশের সঙ্গে বোকার খেলোয়াড়দের সংঘর্ষ

প্রথম লেগের ম্যাচে লম্বা সময় যাচাই করে ভিএআরে বাতিল হয় বোকা জুনিয়র্সের একটি গোল। উত্তেজনা তখন থেকেই। দ্বিতীয় লেগেও যখন তাদের গোল ভিএআরে যাচাই করা শুরু হয়, তখনই উত্তেজনা ছড়িয়ে পরে মাঠে। আর সে বাতিল গোল বাতিল হওয়ার পর টাই-ব্রেকারে ম্যাচ হেরে গেলে ক্ষোভে ফেটে পড়েন বোকার খেলোয়াড়-কর্মকর্তারা। যা নিয়ন্ত্রণ করতে সাহায্য নিতে হয় পুলিশের। এমনকি পুলিশের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে খেলোয়াড়দের বিরুদ্ধে।

প্রথম লেগের ম্যাচে লম্বা সময় যাচাই করে ভিএআরে বাতিল হয় বোকা জুনিয়র্সের একটি গোল। উত্তেজনা তখন থেকেই। দ্বিতীয় লেগেও যখন তাদের গোল ভিএআরে যাচাই করা শুরু হয়, তখনই উত্তেজনা ছড়িয়ে পরে মাঠে। আর সে বাতিল গোল বাতিল হওয়ার পর টাই-ব্রেকারে ম্যাচ হেরে গেলে ক্ষোভে ফেটে পড়েন বোকার খেলোয়াড়-কর্মকর্তারা। যা নিয়ন্ত্রণ করতে সাহায্য নিতে হয় পুলিশের। এমনকি পুলিশের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে খেলোয়াড়দের বিরুদ্ধে।

বেলো হরিজন্তেতে মঙ্গলবার কোপা লিবের্তাদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স ও ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেতিকো মিনেইরো। মূল খেলা গোলশূন্য ড্র হওয়ার ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিলিয়ান ক্লাবটি।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিএআরে অফসাইডের কারণে বোকার একটি গোল বাতিল করে দেন রেফারি। ওই গোল রেফারি চেক করতে যাওয়ার সময়ই হট্টগোল শুরু হয়। রেফারির দিকে ধেয়ে যাওয়া বোকার খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মিনেইরোর অফিসিয়ালরা। পরে দুই পক্ষের সহকারী কোচকে লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষে উত্তেজনা আরও বারে। টানেলে গিয়েও হয় এক দফা। পরে মিনেইরোর ড্রেসিং রুমের সামনে রীতিমতো হাতাহাতিতে লিপ্ত হন খেলোয়াড়-কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে হয় পুলিশকে। 

এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে ব্রাজিলের ওয়েবসাইট গ্লোবোস্পোর্তে জানিয়েছে, বোকার খেলোয়াড়দের তোপের মুখে মিনেইরোর ড্রেসিং রুমে আশ্রয় নিয়েছিল ম্যাচ রেফারিরা। সেখানেও প্রবেশের চেষ্টা করে বোকার খেলোয়াড়রা।

আর আর্জেন্টিনার ওয়েবসাইট টিওয়াইসি জানিয়েছে, মিনেইরোর ড্রেসিং রুমে বোকার খেলোয়াড়রা জোর করে প্রবেশের চেষ্টাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ব্যারিকেড ভেঙে ফেলে এবং সেই ব্যারিকেড তুলে ছুঁড়তে থাকে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আহত হয় বোকার বেশ কয়েকজন খেলোয়াড়।

ম্যাচ শেষে রেফারিকে এক হাত নিয়েছেন বোকার মিডফিল্ডার দিয়েগো গনসালেজ। রেফারি হারের কারণ কিনা জানতে চাইলে বলেন, 'কোনো সন্দেহ নেই (রেফারিই আমাদের হারের কারণ), সবাই এটা দেখেছে। আমরা ভালো গোল করেছিলাম এবং এমনকি প্রথম লেগেও জয় আমাদের প্রাপ্য ছিল। এটা কষ্টের, আমাদের খারাপ লাগছে। রেফারিংয়ের দিকটা কনমেবলের দেখা প্রয়োজন।'

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

2h ago