বার্সেলোনার জয়ে উজ্জ্বল ডিপাই-ফাতি

ক্যাম্প ন্যুতে ৩-১ গোলে জিতেছে কাতালানরা।
ছবি: টুইটার

শুরুতে পিছিয়ে পড়া বার্সেলোনা বিরতির আগেই ঘুরে দাঁড়িয়ে নিল লিড। আনসু ফাতি ও মেমফিস ডিপাইয়ের লক্ষ্যভেদের পর শেষদিকে জাল খুঁজে নিলেন বদলি ফিলিপে কৌতিনহো। তাতে ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরল রোনাল্ড কোমানের শিষ্যরা।

রোববার রাতে স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৩-১ গোলে জিতেছে কাতালানরা। হোসে গায়ার গোলে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি ভ্যালেন্সিয়া।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বার্সা। লা লিগার শিরোপাধারী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারার আগে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বেনফিকার কাছে।

পিছিয়ে পড়েও দারুণভাবে জেতা ম্যাচে বেশ কিছু সুখবর মিলেছে বার্সেলোনার। প্রায় এক বছর পর মূল একাদশে সুযোগ পাওয়া তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি আলাদা করে নজর কাড়েন। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে অভিষেক হয় চোট কাটানো আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর।

৬১ শতাংশ সময় বল পায়ে রাখা বার্সেলোনা গোলমুখে ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখে পাঁচটি। অন্যদিকে, ভ্যালেন্সিয়ার নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যে।

ম্যাচের পঞ্চম মিনিটে ক্যাম্প ন্যুতে নেমে আসে নীরবতা। সতীর্থের কর্নারের পর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বার্সা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন স্প্যানিশ ডিফেন্ডার গায়া।

সমতায় ফিরতে অবশ্য সময় নেয়নি স্বাগতিকরা। ১৩তম মিনিটে ডিপাইয়ের সঙ্গে বল আদান-প্রদান করে দূর থেকে শট নিয়ে ভ্যালেন্সিয়ার জাল কাঁপান ফাতি।

বিরতির আগে পেনাল্টি পায় বার্সা। ডি-বক্সে ফাতি ফাউলের শিকার হলে স্পট-কিকের সিদ্ধান্ত দেন রেফারি। নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ডিপাই নিশানা ভেদ করে এগিয়ে দেন দলকে।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফাতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক জ্যাসপার সিলেসেন। তিন মিনিট পর ম্যাচে সমতা টানতে পারত সফরকারীরা। কিন্তু কার্লোস সোলারের শট লাগে পোস্টে।

ফাতির বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কৌতিনহো ৮৫তম মিনিটে বার্সার জয় নিশ্চিত করেন। সার্জিনো দেস্তের পাসে ডি-বক্সের ভেতর থেকে বল জালে পাঠান তিনি।

আট ম্যাচে চতুর্থ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে নয়ে। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ সমান ম্যাচে অর্জন করেছে ২০ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

1h ago