ফেভারিট না মানলেও অভিজ্ঞতায় রিয়ালকে এগিয়ে রাখছেন মদ্রিচ

এবারের শিরোপা নির্ধারণী লড়াইয়ে কেউই ফেভারিট নয় বলে মনে করছেন ২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ী এই ক্রোয়েশিয়ান।
ছবি: টুইটার

২০১৩-১৪ মৌসুম থেকে এই নিয়ে পঞ্চমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অভিজ্ঞতার দিক থেকে তাই নিজেদের এগিয়ে রাখছেন স্প্যানিশ ক্লাবটির তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। তবে এবারের শিরোপা নির্ধারণী লড়াইয়ে কেউই ফেভারিট নয় বলে মনে করছেন ২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ী এই ক্রোয়েশিয়ান।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের ফাইনালে ইংলিশ পরাশক্তি লিভারপুলের মুখোমুখি হচ্ছে লা লিগার শিরোপাধারী রিয়াল। ফ্রান্সের প্যারিসে ম্যাচ শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল ১৯৯৯-৯৮ মৌসুম থেকে অষ্টমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে। আগের সাতবারই তারা হেসেছে শেষ হাসি। তাদের নেই কোনো হারের ক্ষত। এবার লিভারপুলকে হারালে নিজেদের রেকর্ডকে আরও সমৃদ্ধ করবে এই প্রতিযোগিতার ১৩ বারের চ্যাম্পিয়নরা।

বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ২০১৩-১৪ মৌসুমে দশম শিরোপা জিতেছিল রিয়াল। এরপর ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমে জিনেদিন জিদানের কোচিংয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তি গড়েছিল তারা। এই চারটি ফাইনালেই খেলার অভিজ্ঞতা আছে রিয়ালের বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলারের।

সবশেষ পাঁচ মৌসুমে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা লিভারপুলের বিপক্ষে নামার আগে ব্রিটিশ গণমাধ্যম বিটি স্পোর্টসের কাছে মদ্রিচ বলেছেন, 'এই প্রতিযোগিতায় অবশ্যই আমাদের অভিজ্ঞতা বেশি। কয়েকজন খেলোয়াড় চারবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে। আমরা সৌভাগ্যবান যে পঞ্চম ফাইনাল খেলতে যাচ্ছি। সব মৌসুমের মতো এবারও আমাদের নির্ভার থাকতে হবে।'

এফএ কাপ ও কারাবাও কাপ জয়ের পর চলতি মৌসুমের তৃতীয় শিরোপার সন্ধানে রয়েছে লিভারপুল। অন্যদিকে, লা লিগা ঘরে তোলা রিয়াল আছে দ্বিতীয় সাফল্যের খোঁজে। তবে ফাইনালে কাউকে এগিয়ে রাখছেন না মদ্রিচ, 'ফাইনালে কেউ ফেভারিট নয়। লিভারপুল দুর্দান্ত দল। দারুণ একটি মৌসুম যাচ্ছে তাদের। (ইংল্যান্ডের ঘরোয়া) দুটি কাপ প্রতিযোগিতায় জিতেছে তারা, (প্রিমিয়ার) লিগেও শেষ পর্যন্ত লড়াই করেছে। কেউ ফেভারিট নয়। তবে আমরা অনেক আত্মবিশ্বাসী।'

Comments

The Daily Star  | English
books on Bangladesh Liberation War

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

15h ago