পেনাল্টি মিসের খেসারত দিয়ে রায়োর কাছে বার্সার হার

লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল রোনাল্ড কোমানের শিষ্যরা।
ছবি: রয়টার্স

বার্সেলোনা ম্যাচের অধিকাংশ সময় জুড়ে বল পায়ে রাখল। তবে আক্রমণ শানিয়ে রক্ষণে ভীতি ছড়ানোয় আধিপত্য করল রায়ো ভায়েকানো। প্রথমার্ধে পিছিয়ে পড়া কাতালানরা বিরতির পর সুযোগ পেয়েছিল সমতায় ফেরার। কিন্তু সেটা কাজে লাগাতে না পারায় ফের হার নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।

বুধবার রাতে স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষ রায়ো ভায়েকানোর মাঠে ১-০ গোলে হেরেছে বার্সা। ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও।

স্বাগতিক রায়ো গোলমুখে ১৩টি শট নিয়ে লক্ষ্যে রাখে তিনটি। বিপরীতে, বার্সার নেওয়া ১৬টি শটের কেবল একটি ছিল লক্ষ্যে।

৩০তম মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে সফরকারীরা। সার্জিও বুসকেতসের পা থেকে বল কেড়ে নেন অস্কার ত্রেহো। তার পাসে ডি-বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে জাল কাঁপান ফ্যালকাও।

ছবি: টুইটার

৭২তম মিনিটে মেমফিস ডিপাই ফাউলের শিকার হন ডি-বক্সে। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। কিন্তু ডিপাই নিজেই স্পট-কিক নিয়ে ব্যর্থ হন। তার শট ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন রায়ো গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কি।

লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল রোনাল্ড কোমানের শিষ্যরা। আগের ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে এটি তাদের চতুর্থ হার। চলমান মৌসুমে প্রতিপক্ষের মাঠে এখনও জয় অধরা রয়ে গেছে তাদের। পাঁচ ম্যাচের দুটিতে তারা ড্র করেছে, হেরেছে তিনটিতে।

লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনা অবস্থান করছে নবম স্থানে। দশ ম্যাচে তাদের অর্জন মাত্র ১৫ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা রায়ো উঠে গেছে পাঁচ নম্বরে। তাদের পয়েন্ট ১৯।

Comments

The Daily Star  | English

Chattogram shoe factory fire under control

A fire that broke out at a shoe accessories manufacturing factory on Bayezid Bostami Road in Chattogram city this afternoon was brought under control after two hours.

2h ago