জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগ।
মঙ্গলবার ধানমন্ডির উডেন ফ্লোর বাস্কেটবল জিমনেশিয়ামে উদ্বোধন করা হয়েছে ছয় দলের এই লিগের। অংশগ্রহণকারী দলগুলো হলো- হরনেট এসসি, রেঞ্জার্স, ধূমকেতু, বকসী বাজার, যোশেফাইটস ও ওল্ড ডিওএইচএস।
লিগের পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এবং ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় হরনেটস এসসি ৯৬-৫৬ পয়েন্টের ব্যবধানে বকসী বাজার ক্লাবকে হারায়। প্রথমার্ধে তারা এগিয়েছিল ৪১-২৯ পয়েন্টে।
পরের ম্যাচে রেঞ্জার্স ৭৩-৩৯ পয়েন্টে জিতেছে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে। প্রথমার্ধে রেঞ্জার্স ৩৮-১৪ পয়েন্টে এগিয়েছিল।
দিনের তৃতীয় ম্যাচে জিতেছে ধূমকেতু। প্রথমার্ধে ৪৩-২৫ পয়েন্টে এগিয়ে থাকা দলটি যোশেফাইটসকে শেষ পর্যন্ত হারিয়েছে ৯৭-৬৭ পয়েন্টে।