সৌরভ ও কোহলিকে সমস্যা মেটানোর পরামর্শ দিলেন কপিল

গত কয়েক মাস ধরে ভারতের ক্রিকেট অঙ্গন রয়েছে অশান্ত।
ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরে ভারতের ক্রিকেট অঙ্গন রয়েছে অশান্ত। দলটির তিন সংস্করণের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির পাল্টাপাল্টি বক্তব্যে চরমে পৌঁছেছে বিতর্ক। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ চাইছেন কপিল দেব। সেজন্য ভারতের বিশ্বকাপ জয়ী কিংবদন্তী এই তারকা সৌরভ ও কোহলিকে নিজেদের মধ্যে আলাপের পরামর্শ দিয়েছেন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের নেতৃত্বকে বিদায় জানান কোহলি। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাকে সরিয়ে দেওয়া হয় ওয়ানডের অধিনায়কত্ব থেকে। প্রোটিয়াদের মাটিতে টেস্ট সিরিজ হারের পর আচমকা সাদা পোশাকের অধিনায়কের পদও ছেড়ে দেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

সৌরভ ও কোহলির সাম্প্রতিক শীতল সম্পর্কের গুঞ্জনের মূলে রয়েছে ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তন। সৌরভ জানিয়েছিলেন, কোহলিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে চালিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি ছিলেন না। তাই ওয়ানডেতেও বদল আনা হয়। কারণ, সাদা বলের ক্রিকেটে ভিন্ন দুই অধিনায়ক চায়নি বিসিসিআই।

কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে বোমা ফাটিয়েছিলেন কোহলি। বোর্ড প্রধানের দাবিকে পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করেন তিনি। কোহলি উল্টো জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব চালিয়ে যেতে কোনো অনুরোধ করা হয়নি তাকে।

নানামুখী আলোচনা-সমালোচনার মাঝে স্থানীয় গণমাধ্যমে কপিল বলেছেন, সৌরভ ও কোহলির উচিত দেশ ও দলের স্বার্থ সবার ঊর্ধ্বে রাখা, 'সময় এসেছে দুই পক্ষের নিজেদের মধ্যে কথা বলে নেওয়ার। ফোনটা তোলো আর কথা বলে নাও। দেশ আর দলকে নিজেদের আগে রাখো।'

১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া কপিল যোগ করেছেন, অধিনায়কের সব চাহিদা সব সময় পূরণ হয় না, 'শুরুতে আমিও যা চেয়েছিলাম, তা-ই পেয়েছিলাম। কিন্তু সব সময় সেটা হয় না। তার মানে এই নয় যে, তুমি অধিনায়কত্ব ছেড়ে দেবে। বিরাট যদি এই কারণে অধিনায়কত্ব ছেড়ে থাকে, তা হলে আমার বলার কিছু নেই। ও দারুণ ক্রিকেটার। বিরাটের ব্যাটে আরও অনেক রান আমি দেখতে চাই। বিশেষ করে টেস্ট ক্রিকেটে।'

উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পার হতে ব্যর্থ হওয়া ভারত দক্ষিণ আফ্রিকা সফরে শোচনীয় ফল নিয়ে দেশে ফিরেছে। টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে তারা হোয়াইটওয়াশড হয়েছে ৩-০ ব্যবধানে।

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

1h ago