(এনসিএল দ্বিতীয় স্তর)

সাদমানের হাফসেঞ্চুরি, তানভীরের ৬ উইকেট

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিন শেষে ২৩৩ রানে পিছিয়ে আছে বরিশাল।

ঢাকা মেট্রোকে প্রথম ধাক্কাটা দিলেন তানভীর ইসলাম। বরিশাল বিভাগের এই বাঁহাতি স্পিনার নিলেন ইনিংসের শেষ উইকেটও। তার ও পেসার কামরুল ইসলাম রাব্বির বোলিং নৈপুণ্যের মাঝে ফিফটির দেখা পেলেন অধিনায়ক সাদমান ইসলাম ও মোহাম্মদ শরিফুল্লাহ। তাদের কল্যাণে দুইশ ছাড়াল মেট্রোর সংগ্রহ।

রোববার কক্সবাজার একাডেমি মাঠে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিন শেষে ২৩৩ রানে পিছিয়ে আছে বরিশাল। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১ উইকেটে ৬ রান। মইনুল ইসলাম শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুল খেলছেন ৬ রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা মেট্রোর প্রথম ইনিংস থামে ২৩৯ রানে। সাদমান দলটির পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ১৪৫ বলে। তার ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা। শরিফুল্লাহ ৭ চারের সাহায্যে ১০১ বলে করেন ৫৯ রান। তানভীর ৬ উইকেট নেন ৭৮ রানে। রাব্বি ৪৩ রানে পান ৪ উইকেট।

চট্টগ্রাম-রাজশাহী

দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহী বিভাগ ১৬৬ রানে অলআউট হওয়ার পর চট্টগ্রাম দিন শেষে করেছে ২ উইকেটে ১২৬ রান নিয়ে।

জবাব দিতে নেমে ২২ রানের মধ্যে তাইজুল ইসলামের ডেলিভারিতে দুই ওপেনার সাজঘরে ফেরেন। এরপর জুটি বাঁধেন অধিনায়ক মুমিনুল হক ও ইয়াসির আলী চৌধুরী। তাদের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১০৪ রান। মুমিনুল খেলছেন ৫৭ বলে ৩২ রানে। ইয়াসির আছেন মারমুখী মেজাজে। ১০ চার ও ১ ছক্কায় ১০০ বলে ৭০ রানে অপরাজিত আছেন তিনি।

এর আগে রাজশাহীর তৌহিদ হৃদয় ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি ব্যাট হাতে। তিনি ৭৯ বলে ৬৮ রান করেন। তার আগ্রাসী ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কা। চট্টগ্রামের স্পিনার নাঈম হাসান ৪ উইকেট নেন ৪২ রানে। ২টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান রানা, হাসান মুরাদ ও মোহাম্মদ ইরফান।

Comments

The Daily Star  | English

Trade at centre stage between Dhaka, Doha

Looking to diversify trade and investments in a changed geopolitical atmosphere, Qatar and Bangladesh yesterday signed 10 deals, including agreements on cooperation on ports, and overseas employment and welfare.

4h ago