শ্রীলঙ্কায় যাচ্ছে যুব দল, সূচি চূড়ান্ত 

রোববার বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 
bangladesh under 19
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি: বিসিবি

লম্বা সময় পর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়েই খেলায় ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের সামনে অপেক্ষা করছে দেশের আরেকটি সিরিজের চ্যালেঞ্জ। আগামী মাসে শ্রীলঙ্কায় গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে খেলভে আইচ মোল্লাহরা। 

রোববার বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 

৭ অক্টোবর শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশের যুবরা। করোনাভাইরাসের সময়কার নিয়মিত স্বাস্থ্য প্রটোকল মেনে এগুবে সিরিজের কার্যক্রম। 

১৫ অক্টোবর শুরু হবে প্রথম ওয়ানডে। বাকি ম্যাচগুলোর তারিখ ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে ভেন্যু এখনো চূড়ান্ত করেনি লঙ্কান বোর্ড। 

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে অম্ল মধুর অভিজ্ঞতা হয়েছে। ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতলেও একমাত্র যুব টেস্টে হেরেই যায় বাংলাদেশ। 

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে হবে পরবর্তী যুব বিশ্বকাপ। এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুত হতেই খেলছে এসব সিরিজ। 

 

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

1h ago