শেষ ওভারের উত্তেজনায় জিতল অস্ট্রেলিয়া

প্রথম তিন ম্যাচ হারার পর বৃহস্পতিবার সেন্ট লুসিয়ায় চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
Mitchell Starc
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের শেষ ওভারে দরকার ছিল ১১ রান। আন্দ্রে রাসেল স্ট্রাইকে ছিলেন বলেই মনে হচ্ছিল খুবই সম্ভব। কিন্তু মিচেল স্টার্কের প্রথম ৫ বল থেকে তিনি কোন রানই নিতে পারলেন না। শেষ বলে ছক্কা মেরেও লাভ হলো না।

প্রথম তিন ম্যাচ হারার পর বৃহস্পতিবার সেন্ট লুসিয়ায় চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে মিচেল মার্শ, অ্যারন ফিঞ্চের ফিফটিতে ১৮৯ রান করেছিল সফরকারীরা। লেন্ডল সিমন্সদের ফিফটি  আর রাসেল- ফ্যাবিয়ান অ্যালানদের শেষের ঝড়ের পরও ক্যারিবিয়ানরা থেমেছে ১৮৫ রানে।

বড় রান তাড়ায় দারুণ শুরু আনেন সিমন্স- এভিন লুইস। চার-ছয়ের তাণ্ডবে ওপেনিং জুটিতেই খেলা সহজ করে দিয়েছিলেন তারা। ওভার প্রতি আসে ১১ রানের উপরে। পঞ্চম ওভারে গিয়ে দলের ৬২ রানে থামেন ১৪ বলে ৩১ করা লুইস।

আগের ম্যাচের হিরো ক্রিস গেইল এদিন করেন মাত্র ১ রান। রান পাননি আন্দ্রে ফ্লেচারও। থিতু হয়ে আউট হন অধিনায়ক নিকোলাস পুরান। সব দায়িত্ব কাঁধে নিয়েই সিমন্সই টানছিলেন ইনিংস। তবে শেষটা করা হয়নি তারও। ৪৮ হলে ১০ চার, ২ ছক্কায় ৭২ করে ফেরেন এই ডানহাতি।

শেষ দিকে সব চাহিদা মিটিয়ে নিচ্ছিলেন অ্যালান-রাসেল। ৩ ছয়, ২ চারে মাত্র ১৪ বলে ২৯ করেন অ্যালান। তার আউটের পর খেলা নিজের কাছে রেখেছিলেন রাসেল। প্রথম ৭ বলেই করেছিলেন ১৮ রান। কিন্তু শেষ ওভারে ৫টি ডটের পর  ছক্কায় লাভ হয়নি কিছুই।

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে ম্যাথু ওয়েডকে শুরুতেই হারায় অস্ট্রেলিয়া। কিন্তু ফিঞ্চ-মার্শ মিলে গড়েন লম্বা জুটি। দ্বিতীয় উইকেটে আসে ১১৪ রানের জুটি। ফিফটি আসে দুজনের ব্যাটেই।

৩৭ বলে ৫৩ করে হেইডেন ওয়ালশ জুনিয়রের স্পিনে ফিঞ্চ যখন ফিরছেন, ১২তম ওভারে দলের রান তখন ১২৬। এই জায়গা থেকে দুশোর উপরে করাই ছিল স্বাভাবিক। বাকিদের ব্যর্থতায় তা হয়নি। আলেক্স ক্যারি, মোসেজ হেনরিকস, অ্যাস্টন টার্নাররা ছিলেন আশা যাওয়ার মাঝে।

১৮তম ওভারে গিয়ে থামেন মার্শও। ৪৪ বলের ইনিংসে ৭৫ করতে এই ব্যাটসম্যান মেরেছেন হাফ ডজজ ছক্কা আর ৪ বাউন্ডারি।

এই ম্যাচ জিতলেও পাঁচ ম্যাচের সিরিজ এরমধ্যে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার বাংলাদেশ সময় ভোরে হবে সিরিজের শেষ ম্যাচ।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

2h ago