ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
Soumya Sarkar
ফাইল ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির টলারেন্স ওভালে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাটিং বেছে নেন মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দেওয়া লিটন দাস।

বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। তিন নম্বরে নেমে এই বাঁহাতি ব্যাটসম্যান ২৬ বলে ৩৪ রান করেন ২ ছক্কা ও ১ চারের সাহায্যে।

আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার ইঙ্গিত দিয়েছিলেন পিঠের হালকা চোটে থাকা মাহমুদউল্লাহকে বিশ্রামে রাখার। ওমান 'এ' দলের বিপক্ষে আগের ম্যাচেও খেলেননি তিনি। তবে এদিন তার নাম রাখা হয়েছে বদলি ক্রিকেটারদের তালিকায়।

বাংলাদেশের একাদশে নেই বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমানও। সম্প্রতি দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করেন তিনি। কাটার মাস্টার খ্যাত এই তারকাও অবশ্য আছেন বদলিদের তালিকাতে।

পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। আর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে থাকায় এখনও দলে যুক্ত হননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ:

নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামিম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

বদলি:

মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

কুশল পেরেরা, পাথুম নিসানকা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থা চামিরা, লাহিরু কুমারা, মহেশ থাকসিনা।

Comments