চোট নিয়ে শঙ্কা নেই, খেলবেন মাহমুদউল্লাহ

পিঠের পুরনো চোট ফের হানা দেওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ।
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

পিঠের পুরনো চোট ফের হানা দেওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। মূলত ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। এখন আশার খবর হলো, চোট থেকে সেরে উঠেছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলার কথা নিজ মুখেই জানালেন বাংলাদেশ অধিনায়ক।

আগামীকাল রোববার প্রথম রাউন্ড দিয়ে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। এই পর্বে বাংলাদেশ খেলছে 'বি' গ্রুপে। দলের বাকি তিন প্রতিপক্ষ হলো স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমান। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটিশদের মোকাবিলা করবে টাইগাররা। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ দিয়েছেন চোট থেকে সুস্থ হয়ে ওঠার সুখবর, 'আমি অনেকখানি সুস্থ হয়ে উঠেছি। আমার যে পুরনো চোট ছিল... নয়-দশ মাস আগের... এখানে আসার পর সেটা নিয়ে আবার সমস্যা শুরু হয়। তাই আমি প্রস্তুতি ম্যাচগুলো খেলতে পারিনি। তো শারীরিকভাবে অনেকখানি সুস্থ হয়ে উঠেছি। আশা করছি, আগামী ম্যাচে আমি অংশগ্রহণ করতে পারব।'

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ হারানোর স্বাদ নিয়ে বিশ্বকাপ খেলতে মধ্যপ্রাচ্যে উড়ে গেছে বাংলাদেশ। কিন্তু সেখানে গিয়ে প্রত্যাশিত প্রস্তুতি হয়নি দলের। আনঅফিসিয়াল ম্যাচে ওমান 'এ' দলের সঙ্গে জিতলেও দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেই হেরেছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। একটিতে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, আরেকটিতে আয়ারল্যান্ড। চোটের কারণে কোনোটিতেই খেলা হয়নি মাহমুদউল্লাহর।

প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে মাথা না ঘামিয়ে আত্মবিশ্বাস অটুট রেখে সামনে সেরা ক্রিকেট খেলার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক, 'আমরা দুইটা প্রস্তুতি ম্যাচে হেরেছি। আমার মনে হয় না, সেগুলো কোনো প্রভাব ফেলবে। আমরা কেবল আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি। আমার মনে হয়, দলের আত্মবিশ্বাস আগের মতোই আছে। আর আমাদের সেরা ক্রিকেটটাই খেলব।'

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

45m ago