ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে রামপল-চেজ, মূল দলে নেই হোল্ডার

বৃহস্পতিবার বিবৃতি পাঠিয়ে ১৫ জনের মূল স্কোয়াড ও চার জনের রিজার্ভ তালিকা প্রকাশ করেছে ক্রিকেট উইন্ডিজ। বিস্ময়কর ভাবে তাতে রাখা হয়েছে ৩৬ পেরুনো রামপলকে
West Indies

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিস্ফোরক সব তারকায় ভরা স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে চমক হিসেবে ৬ বছর পর জায়গা করে নিয়েছেন পেসার রবি রামপল। রাখা হয়েছে  অফ স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেজকে, মূল স্কোয়াডে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারের।

বৃহস্পতিবার বিবৃতি পাঠিয়ে ১৫ জনের মূল স্কোয়াড ও চার জনের রিজার্ভ তালিকা প্রকাশ করেছে ক্রিকেট উইন্ডিজ। বিস্ময়কর ভাবে তাতে রাখা হয়েছে ৩৬ পেরুনো রামপলকে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।  চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বেশ ভাল বল করছিলেন। তাতেই বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন তিনি।

তিনি সহ স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন ওবেদ ম্যাককয় ও ওশান টমাস। পেস অলরাউন্ডার হিসেবে আছেন অধিনায়ক কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্র্যাভো।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টেস্ট, ৩০ ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি অভিষেক হয়নি চেজের। দীর্ঘ পরিসরে ব্যাটিং অলরাউন্ডার টি-টোয়েন্টি দলে এলেন স্পিন শক্তির বিবেচনায়। চেজসহ স্পিনার হিসেবে তারা দলে নিয়েছে তিনজনকে। আছেন বাঁহাতি স্পিনার ফ্যাবিয়েন অ্যালেন। লেগ স্পিনে বৈচিত্র্য যোগাবেন হেইডেন ওয়ালশ জুনিয়র।

প্রত্যাশিতভাবেই ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ বিস্ফোরক। ক্রিস গেইলের সঙ্গে আছেন লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরানের মতো তারকারা।

শেষ দিকে রাসেল, পোলার্ড, ব্র্যাভোদের মিলিয়ে ভীষণ শক্তিশালী তাদের লাইনআপ। তবে বড় তারকাদের মধ্যে হোল্ডারের বাদ পড়া কিছুটা চমকের। 

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ট্রাভেলিং রিজার্ভ: ড্যারেন ব্র্যাভো, শেলডন কোটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন।

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

55m ago